স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ ডিসেম্বর।। কৃষকদের স্বার্থে কৃষি আইন প্রত্যাহার করার প্রভাব গোটা দেশের সাথে রাজ্য পড়তে শুরু করেছে। বৃহস্পতিবার আর এম এস চৌমুহনিতে ধর্নায় বসে অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদুর সংগঠনের রাজ্য কমিটি। দাবি তুলে কৃষকদের স্বার্থে কৃষি আইন প্রত্যাহার করা এবং স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য। দীর্ঘ ১৫ দিন যাবত কৃষকদের আন্দোলন চলছে দিল্লিতে।
কেন্দ্রীয় সরকারের কোন রকম পদক্ষেপ নেই কৃষকদের কথা ভেবে। সরকার অত্যাবশ্যক আইন থেকে দায়িত্ব খালাস করে পুঁজিপতিদের স্বার্থে কৃষকদের ন্যায্যমূল্যের অধিকার কেড়ে নিয়েছে। ধর্নায় এমনটাই অভিমত ব্যক্ত করলেন রাজ্য আহব্বায়ক সুব্রত চক্রবর্তী।