স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ ডিসেম্বর।। পূর্ব ঘোষণা অনুযায়ী জয়েন্ট মোভমেন্ট কমিটি ১০৩২৩ সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য গনঅবস্থান শুরু করে। মঙ্গলবারের পর বুধবারও এই গন অবস্থান কর্মসূচী অব্যাহত রয়েছে। রাজধানীর সিটি সেন্টারের সামনে এই গন অবস্থান চলছে। চাকুরি হারানোর পর থেকে ধারাবাহিক ভাবে আন্দোলন শুরু করে ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা। তবে এই শিক্ষকরা বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যায়। ফলে তৈরি হয় একাধিক সংগঠন। সেই সংগঠন গুলি দীর্ঘদিন ধরে পৃথক পৃথক ভাবে কর্মসূচী পালন করে আসছে। কিন্তু ১০৩২৩-এর কোন স্থায়ী সমাধান হচ্ছে না।
অবশেষে ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের তিনটি সংগঠন যৌথ ভাবে গঠন করে জয়েন্ট মোভমেন্ট কমিটি ১০৩২৩। এই জয়েন্ট মোভমেন্ট কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে ১০৩২৩-এর সমস্যার স্থায়ী সমাধানের জন্য তারা অনির্দিষ্ট কালের জন্য গন অবস্থান সংগঠিত করবে। সেই মোতাবেক অনির্দিষ্ট কালের জন্য গনঅবস্থান চালিয়ে যাচ্ছে তারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা এই গনঅবস্থানে সামিল হয়েছে। জয়েন্ট মোভমেন্ট কমিটি ১০৩২৩-এর সদস্য ডালিয়া দাস জানান তারা তাদের দাবি আদায়ের জন্য গন ধর্নায় বসেছে। তারা তাদের হারানো চাকুরি ফিরে পেতে আন্দোলনে সামিল হয়েছেন। পাশাপাশি তিনি ভাস্কর দেবের বাড়িতে মঙ্গলবার রাতে বোমা নিক্ষেপের ঘটনার নিন্দা জানান, এবং অভিযুক্তদের সহসাই গ্রেপ্তারের দাবি জানান।