রাজ্যে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। রাজ্যে কোভিড-১৯ পরিস্থিতির পর্যালোচনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব জীতেন্দ্র কুমার সিনহার পৌরোহিত্যে আজ এক সভা মহাকরণের দুই নম্বর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়৷ সভার শুরুতে স্টেট সার্ভিলিয়েন্স অফিসার ডাঃ দীপ কুমার দেববর্মা রাজ্যে জেলাভিত্তিক কোভিড-১৯ এর পরিস্থিতি তুলে ধরেন৷ পাশাপাশি এই সভায় রাজ্যে কোভিড নিয়ন্ত্রণে সাফল্যের চিত্র তুলে ধরা হয় এবং আগামীদিনে কোভিড ১৯ পরিস্থিতির মোকাবিলায় কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ দপ্তরের প্রধান সচিব জীতেন্দ্র কুমার সিনহা বর্তমানে কোভিড রোগীর সংখ্যা ক্রমহাসমান হলেও এক্ষেত্রে আত্মসন্তুষ্ট না হয়ে ভবিষ্যতের কথা ভেবে আরও সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান৷

তিনি জানান রাজ্য সরকার কোভিড-১৯জনিত পরিস্থিতির মোকাবিলায় আন্তরিকভাবে সচেষ্ট এবং এক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর৷ তিনি স্বাস্থ্য পরিষেবা প্রদানে দপ্তরের বিভিন্ন স্তরের কর্মচারীদের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও স্বাস্থ্য পরিষেবা প্রদানে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান৷ সভায় পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডাঃ রাধা দেববর্মা, রাজ্য স্বাস্থ্য মিশনের অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ শিব জয়সবাল সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের রাজ্যস্তরের ও জেলাস্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?