অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। কোকেন-সহ গ্রেফতার হলেন বলিউডের এক মেক-আপ শিল্পী। বৃহস্পতিবার ওই মেক-আপ শিল্পীকে গ্রেফতার করে নারকোট্রিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। মাদক ছাড়াও এই শিল্পীর কাছ থেকে বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে। ওই শিল্পীকে সাহায্য করার অভিযোগে এক অটোচালককেও গ্রেফতার করা হয়েছে। এনসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাতে ওশিওয়ারা এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই তাদের জেরা শুরু হয়। দীর্ঘ জেরার পর ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে কোকেন ও কিছু হিসাব বহির্ভূত টাকা।
এনসিবির আঞ্চলিক ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ধৃতদের একজনের নাম সুরজ গোদাম্বে। তিনি পেশায় একজন মেক-আপ শিল্পী। বেশকিছু বড় প্রোডাকশন হাউসে নিয়মিত কাজ করেন।
তাঁর সঙ্গে যাদব নামে এক অটোচালককেও গ্রেফতার করা হয়েছে। যাদব নাইজেরীয় গোষ্ঠীর হয়ে মাদক পাচারের কাজ করত বলে জানা গিয়েছে। সুরজ নিয়মিত যাদবের কাছ থেকেই মাদক নিতেন। ধৃতদের কাছ থেকে ১৬টি প্যাকেটে ১১ গ্রাম কোকেন উদ্ধার হয়েছে। এছাড়াও মিলেছে ৫৬ হাজার টাকা।
গ্রেফতারের পর এদিনই সুরজ ও যাদবকে মুম্বইয়ের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৬ ডিসেম্বর পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দেন। উল্লেখ্য, ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। সুশান্তের মৃত্যুর তদন্ত করতে গিয়েই বলিউডের সঙ্গে মাদক যোগের কথা জানা যায়। তারপরই মাদকের ঘটনা নিয়ে তদন্ত শুরু করে এনসিবি। মাদক চক্রে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।