স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৯ ডিসেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার চিত্তামারা দুর্গা ব্রিকস ইন্ডাস্ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রমিক শেড পুড়ে ছারখার হয়ে গেছে। সংবাদ সূত্রে জানা গেছে গতকাল রাতে হঠাৎ দুর্গা ব্রিকস ইন্ড্রাস্ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছার আগেই শ্রমিকদের ঘরগুলি পুড়ে ছারখার হয়ে যায়। জানা গেছে খবর পাওয়ার পর দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা সময় দেরি হয় সে কারণেই অগ্নিকান্ডের হাত থেকে শ্রমিকদের ঘরগুলি রক্ষা করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।পুলিশ এবং দমকল বাহিনীর জওয়ানরা ঘটনার তদন্ত শুরু করেছে।তীব্র শীতের মধ্যে অগ্নিকাণ্ডে শ্রমিকদের ঘরগুলি পুড়ে যাওয়ায় শ্রমিকরা অসহায় হয়ে পড়েছে। অবশ্য ব্রিকস ইন্ডাস্ট্রিজের মালিক শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। জানা যায় শ্রমিকরা প্রত্যেকে রাজ্যের।