অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। নির্বাচনে হারলেও সেই হার স্বীকার করতে এখনও রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নির্বাচনী প্রক্রিয়াকে কটাক্ষ করতে গিয়ে তিনি তৃতীয় বিশ্বের দেশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বসলেন। বুধবার ট্রাম্প দেশের নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে বলেন, আমেরিকা কি তৃতীয় বিশ্বের কোনও দেশ যে এখানে ভোটে এত কারচুপি হচ্ছে? এদিনও ট্রাম্প ফের দাবি করেন, এবারের নির্বাচনে তিনিই জিতেছেন। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেকে তিনি ‘ডিসগ্রেস টু আওয়ার কান্ট্রি’ বলে উল্লেখ করেন। এদিন হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ফের একবার জো বাইডেন শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেন ট্রাম্প। স্পষ্ট জানান, তাঁকে অন্যায়ভাবে, কারচুপি করে হারানো হয়েছে।
এবার দেশে নির্বাচনে যে ব্যাপক কারচুপি হয়েছে তাতে মনে হচ্ছে আমেরিকার যেন তৃতীয় বিশ্বের কোনও দেশ। এখানেও শুধুমাত্র রিগিং করে জিতেছে বাইডেন শিবির। মার্কিন নির্বাচন প্রসঙ্গে এভাবে তৃতীয় বিশ্বকে টেনে আনায় স্বভাবতই ট্রাম্পের এই বক্তব্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলি প্রতিক্রিয়া জানানোর আগেই ডেমোক্র্যাটরাই এই মন্তব্যের জন্য ট্রাম্পকে তীব্র কটাক্ষ করেছেন। ডেমোক্রেটরা বলেছেন, ক্ষমতার নেশায় এভাবে তৃতীয় বিশ্বের দেশগুলিকে খাটো করেছেন ট্রাম্প। এটা কখনওই ঠিক নয়। এভাবে তৃতীয় বিশ্বের কথা তুলে তিনি ওই সমস্ত দেশের নির্বাচনী প্রক্রিয়াকে ছোট করেছেন।
আসলে ক্ষমতা হারিয়ে ট্রাম্প ভুলভাল বকছেন। তবে মন্তব্য করার আগে তাঁর আরও সতর্ক থাকা উচিত। অন্যদিকে তৃতীয় বিশ্বের কয়েকটি দেশও ট্রাম্পের এই মন্তব্যের সমালোচনা করেছে। তারা পাল্টা প্রশ্ন তুলেছে, তৃতীয় বিশ্বের নির্বাচনে কারচুপি হয়, রিগিং একথা ট্রাম্পকে কে বলল? তিনি কি তাঁর এই কথার প্রমাণ দিতে পারবেন? অন্যথায় তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।