মোহনপুর পুর পরিষদ এলাকার উন্নয়নে ৮০ কোটি টাকা মঞ্জুর : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ৯ ডিসেম্বর।। মোহনপুর পুর পরিষদ এলাকার আধুনিকীকরণের কাজ খুব শীঘই শুরু করা হবে৷ এর মধ্যে রয়েছে সবার বাড়িতে পরিশ্রত পানীয় জল পৌঁছে দেওয়া, রাস্তার উন্নয়ন, নিকাশি ব্যবস্থার উন্নয়ন প্রভ’তি৷ আজ মোহনপুর পুর পরিষদ এলাকার উন্নয়নে আয়োজিত এক পর্যালোচনা সভায় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ পুর পরিষদ এলাকার উন্নয়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন৷ মোহনপুর পুর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই পর্যালোচনা সভায় পুর পরিষদ এলাকার উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷

সভায় সভাপতিত্ব করেন শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ৷ সভায় মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান মতিলাল দাস, ভাইস চেয়ারম্যান অনিতা দেবনাথ, পুর পরিষদের কাউন্সিলারগণ, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য মিটুন চক্রবর্তী, নগরোন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্যে, মোহনপুর মহকুমার মহকুমা শাসক প্রসূন দে সহ অন্যান্য দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ সভায় জানানো হয় প্রধানমন্ত্রী আবাস যোজনায় মোহনপুর পুর পরিষদ এলাকায় ৩,৯৭৯টি গৃহ তৈরী করে দেওয়া হবে৷ ইতিমধ্যে ১,৮১৪টি গৃহ তৈরী করার কাজ শেষ হয়েছে৷ ২০১৯-এর আগস্ট মাস থেকে পুর পরিষদের অর্ন্তগত ৪,৫৮০টি বাড়ি থেকে ২৯ জন মহিলা কর্মী আবর্জনা সংগ্রহ করছেন৷ তারপর সেগরেগেশন সেন্টারে নিয়ে আবর্জনাগুলি পৃথকীকরণ করা হচ্ছে৷ তাছাড়া মোহনপুর পুর পরিষদের অন্তর্ভক্ত সুুবিধাভোগীদের ইকো-বীকের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ মোহনপুর পুর পরিষদের অন্তর্ভক্ত ৮১১ জন ক্ষুদ্র ব্যবসায়ীর মধ্যে ৭৮২ জনের ট্রেড লাইসেন্স মঞ্জুর করা হয়েছে৷ এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী স্ব-নির্ভর যোজনায় পুর পরিষদ এলাকায় ৯৭ জন ক্ষুদ্র ব্যবসায়ীর বীমা করানো হয়েছে৷ প্রধানমন্ত্রী স্ট্রীট ভেনডরস আত্মনির্ভর নিধি প্রকল্পে মোট ২৫০ জন বিক্রেতার নাম অন্তর্ভক্ত রয়েছে৷

এরমধ্যে ২১১ জনকে সার্টিফিকেট দেওয়া হয়েছে৷ ১৪৬ জনকে আই ডি কার্ড দেওয়া হয়েছে৷ ৫৫ জন সুুবিধাভোগী প্রধানমন্ত্রী স্ট্রীট ভেনডরস আত্মনির্ভর নিধি ঋণের জন্য আবেদন করেছেন৷ এরমধ্যে ১৯ জনের ঋণ মঞ্জুর করা হয়েছে এবং ১৭ জন সুুবিধাভোগী ঋণ পেয়েছেন৷ এস ই পি  প্রকল্পে ৫২ জনের মধ্যে ৪ জনের ঋণ ম’র করা হয়েছে৷ পুর পরিষদ এলাকায় নতুনভাবে ৭টি স্বসহায়ক দল গঠন করা হয়েছে৷ সভায় নগরোন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্যে জানান, মোহনপুর পুর পরিষদ এলাকা আধুনিকীকরণ করার প্রকল্পে ৮০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে৷ এই প্রকল্পে পুর পরিষদ এলাকায় পরিশ্রত পানীয় জলের সুুব্যবস্থা, ড্রেইন, ফুটপাত, স্ট্রীটলাইট, শিশু উদ্যান, ক্রীড়া পরিকাঠামো তৈরী সহ বিভিন্ন আধুনিকীকরণের কাজ করা হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?