অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। বুধবার সকালে ফের গোলাগুলির শব্দে ঘুম ভাঙল পুলওয়ামার মানুষের। এদিন ভোরে পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের ব্যাপক গুলির লড়াই চলে। এই সংঘর্ষে তিন আল-বদর জঙ্গি খতম হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, এদিন ভোরে পুলওয়ামার টিকেন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ বাধে।
টিকেন এলাকায় নিরাপত্তা বাহিনী যখন রুটিন তল্লাশি চালাচ্ছিল সেই সময় জঙ্গিরা আড়াল থেকে গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গেই পাল্টা জবাব দেয় বাহিনী। বেশ কয়েক ঘণ্টা উভয়পক্ষের গুলির লড়াই চলে। গুলির লড়াই থামলে নিরাপত্তা বাহিনী তল্লাশি চালাতে গিয়ে তিন জঙ্গির দেহ উদ্ধার করে।
জানা গিয়েছে, তিনজনেই স্থানীয় আল-বদর জঙ্গিগোষ্ঠীর সদস্য। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার আরও জানিয়েছেন, এদিন বারামুলা এলাকার পাট্টানে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের এই গ্রেনেড হামলায় ছয়জন সাধারণ নাগরিক জখম হয়েছেন। তাঁরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে বাহিনী। রাজনৈতিক মহল মনে করছে, জম্মু-কাশ্মীরের নির্বাচন বানচাল করাই জঙ্গিদের লক্ষ্য। এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন চলছে। সেই নির্বাচন বানচাল করতেই মরিয়া হয়ে উঠেছে জঙ্গিরা। যদিও জঙ্গি আতঙ্ক উপেক্ষা করেই বেশ কিছু এলাকায় ভালরকম ভোট পড়েছে। ৮ দফায় এই ভোটগ্রহণ হচ্ছে। ২৮ নভেম্বর ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত। ভোট গণনা ২২ ডিসেম্বর।