অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। ১৪ বছর পর পাকিস্তান সফর করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঐতিহাসিক এই সফরে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়ারা। সম্প্রতি একটি নিরাপত্তা প্রতিনিধি দলের পাকিস্তান সফরের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার ঘোষণা দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল সর্বশেষ ২০০৭ সালে পাকিস্তান সফর করে। দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল সফরকারীরা। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গি হামলার পর চতুর্থ আন্তর্জাতিক দল হিসেবে পাকিস্তান সফর করবে প্রোটিয়ারা।
শ্রীলঙ্কা দলের টিম বাসে হামলার পর এক দশক পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়ে পড়ে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ডিরেক্টর গ্রায়েম স্মিথ বলেন, ‘ক্রিকেট পাগল ও খেলাটির জন্য গর্বিত পাকিস্তানে অনেক দেশই ফিরছে দেখাটা অত্যন্ত আনন্দের। ’ ১৬ জানুয়ারি করাচি পৌঁছাবে প্রোটিয়ারা। এরপর কোয়ারেন্টাইন শেষে ২৬-৩০ জানুয়ারি খেলবে প্রথম টেস্টে। রাওয়ালপিন্ডিতে ৪-৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর লাহোরে ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টিয়োন্টি সিরিজ। টেস্ট ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।