অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। ভারত সহ গোটা বিশ্ব যখন ভ্যাকসিনের অপেক্ষায় প্রহর গুণছে, তখন মেডিক্যাল জার্নালে তাদের টিকার ট্রায়ালের ফলাফল প্রকাশ করল অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকা। আর এই ফলাফলকে ঘিরে রইল সংশয়ের মেঘও। ব্রাজিল, ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকার একাংশে ট্রায়ালের কথা রিপোর্টে তুলে ধরেছে সংস্থা।কোভিড সংক্রমণ রুখতে ৭০ শতাংশ কার্যকর অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার টিকা। আবার ৫৫ বছরের ওপরে বয়স্কদের ক্ষেত্রে তা কতটা কাজ করবে, তা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রসঙ্গত, বর্তমানের ভ্যাকসিন প্রস্তুতকারকদের মধ্যএ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকাই প্রথম তাদের ট্রায়ালের ফলাফল কোনও মেডিক্যাল জার্নালে প্রকাশ করল।
ভারতের বাজারে এই টিকা আনতে চেয়ে ইতিমধ্যেই কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে সেরাম ইনস্টিটিউট। তার আগে মেডিক্যাল জার্নাল দ্য ল্যান্সেটে এই রিপোর্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অনেকে। ল্যানসেটে বলা হয়েছে, এই টিকার দুটি সম্পূর্ণ ডোজ নেওয়ার ১৪ দিন পর শরীরে কোভিডের বিরুদ্ধে ৭০ শতাংশ প্রতিরোধ গড়ে উঠতে দেখা যাচ্ছে। এটা ফাইজার বা মডার্নার ভ্যাকসিনের তুলনায় কম। পাশাপাশি, কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়াও এতে লক্ষ্য করা যায় নি। এখন সত্তর শতাংশ সাফল্যের হার নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে। উদাহরণস্বরূপ, ভারতের মতো বিশাল দেশে যদি এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়, তাহলে করোনার বিরুদ্ধে অভিযানে ফাঁকফোকর থেকে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।