অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। আর কোনও আলোচনা নয় কেন্দ্রের সঙ্গে, এবার হয় কেন্দ্রকে নয়া তিন কৃষক আইন প্রত্যাহার করতে হবে, নয়তো আরও তীব্র করা হবে আন্দোলন। বুধবার এমনটাই জানিয়ে দিলেন দিল্লির সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকরা।
ফলে মনে করা হচ্ছে এর ফলে কার্যত ভেস্তেই গেল কেন্দ্রের সঙ্গে কৃষকদের আলোচনা। এদিন কেন্দ্রের তরফে কৃষকদের পাঁচটি লিখিত প্রস্তাব দেওয়া হয়েছিল। বলা হয়েছিল আইন সংশোধন করা হবে, ফসলের নূন্যতম সহায়ক মূল্য বজায় রাখা হবে। কেন্দ্রের এই প্রস্তাব নিয়ে এদিন নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন আন্দোলনরত ১৩টি কৃষক সংগঠনের নেতারা। কিন্তু নিজেদের মধ্যে বৈঠকের পর এদিন কেন্দ্রের এই প্রস্তাব ফিরিয়ে দেন তাঁরা।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রের সঙ্গে আর কোনও আলোচনায় বসা হবে না। নতুন কর্মসূচিও ঘোষণ করেছেন আন্দোলনকারীরা। ১২ তারিখ অবরুদ্ধ করা হবে দিল্লি-জয়পুর, দিল্লি-আগ্রা হাইওয়ে। চারদিক থেকে অবরুদ্ধ করে দেওয়া হবে দিল্লিকে। ঘেরাও করা হবে টোল প্লাজাগুলি। ১৪ ডিসেম্বর দেশের সব জেলায় বিক্ষোভ দেখাবেন কৃষকরা, করা হবে বিজেপি পার্টি অফিস ঘেরাও। দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের দিল্লি আসার ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।
এদিন কৃষক আইন ইস্যুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে দেশের বিরোধী দলগুলি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধি জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে তাঁরা এই কৃষক বিরোধী আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন।