স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ ডিসেম্বর।। ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে থাকবেন, না চলে যাবেন, এ-বিষয়ে সমাবেশে জনতার রায় নেওয়ায় কোন প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব কুমার দেব-র উচিত ত্রিপুরাবাসীর সেবা করে যাওয়া এবং দলীয় আভ্যন্তরীন সমস্যা পার্টি হাইকমান্ডের উপর ছেড়ে দেওয়া। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে আলোচনার পর এমনটাই জানিয়েছেন বিজেপি ত্রিপুরা প্রভারি বিনোদ সোনকর।
তাঁর কথায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী-র সাথে সর্বভারতীয় সভাপতিরও এ-বিষয়ে আলোচনা হয়েছে। তাতে স্পষ্ট, আগামী রবিবার ১৩ ডিসেম্বর সমাবেশে জনতার রায় নিতে হচ্ছে না বিপ্লব কুমার দেব-র।ত্রিপুরার ইতিহাসে নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছিলেন রাজ্যবাসী।
মুখ্যমন্ত্রী পদে বিপ্লব কুমার দেব-কে চাইছেন কি ত্রিপুরারবাসী? ওই বিষয়টি জনসমক্ষে স্পষ্ট হওয়ার জন্য অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে চলেছিলেন তিনি। খোলা ময়দানে জনগণের রায় নিতে চেয়েছিলেন তিনি। ত্রিপুরাবাসী চাইলেই মুখ্যমন্ত্রী থাকবেন। না চাইলে জনতার রায় মাথা পেতে নিয়ে সমস্ত বিষয় পার্টি হাইকমান্ডের কাছে রাখবেন তিনি। তাতে, পার্টি যা সিদ্ধান্ত নেবেন মেনে নেবেন, এমনটাই গতকাল সন্ধ্যায় ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, গত রবিবার রাজ্য অতিথিশালায় বিজেপি প্রদেশ প্রভারি বিনোদ সোনকর-র সামনে বিপ্লব হটাও, বিজেপি বাঁচাও শ্লোগান দিয়েছিলেন পার্টি কর্মীরা। ওই ঘটনা তাঁকে অত্যন্ত ব্যথিত করেছে। তাই, জনতার রায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে গতকাল জানিয়েছিলেন।বিজেপি-র ত্রিপুরা প্রভারি বিনোদ সোনকর বলেন, ত্রিপুরায় সমাবেশে জনতার রায় নেওয়ার কোন প্রয়োজন নেই। বরং, মুখ্যমন্ত্রী হিসেবে ত্রিপুরাবাসীর সেবা করুন বিপ্লব কুমার দেব।
এছাড়া, কোন সমস্যা সমাধানের জন্য পার্টি হাইকমান্ডের উপর ছেড়ে দেওয়া উচিত। তাঁর দাবি, ত্রিপুরায় সংগঠনে কোন মতভেদ নেই। পরিবার অনেক বড় ঠিকই, কিন্তু সকলের কথা শুনবে দল। তিনি বলেন, মুখ্যমন্ত্রী পদে থাকা-র বিষয়ে জনতার রায় নেওয়ার বিষয়ে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে বিপ্লব কুমার দেব-র কথা হয়েছে। তাতে ওই বিষয়টি স্থির হয়েছে।