অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। কথায় বলে বামন হয়ে চাঁদে হাত। দলিত সম্প্রদায়ের এক যুবক উচ্চবর্ণের মানুষের খাবারে হাত দিয়েছিল। সে কারণে ২৫ বছরের ওই যুবককে পিটিয়ে খুন করা হল। সোমবার রাতে মধ্যপ্রদেশের ছাতারপুরে এই ঘটনা ঘটেছে। দুই উচ্চবর্ণের ব্যক্তির বিরুদ্ধে ওই যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনার জেরে বুধবার স্থানীয় মানুষ ও বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখান হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। পুলিশ জানিয়েছে ভুরা সোনি এবং সন্তোষ পাল নামে দুই ব্যক্তি বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলেন। পার্টির পর ঘরদোর পরিষ্কার করতে ডাকা হয়েছিল দেবরাজ অনুরাগী নামে দলিত সম্প্রদায়ের এক যুবককে। ঘর পরিষ্কার করতে এসে দেবরাজ নিজের জন্য খাবার নিচ্ছিল। এটা দেখেই প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন ভুরা এবং সন্তোষ।
খাবারে হাত দেওয়ার জন্য তারা দু’জনে মিলে দেবরাজকে মারতে শুরু করেন। ভুরা ও সন্তোষের মারে গুরুতর জখম হয় দেবরাজ। তাকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। দেবরাজকে খুনের ঘটনায় দুই অভিযুক্ত অবশ্য পলাতক। ছাতারপুরের পুলিশ সুপার বলেছেন খুব শীঘ্রই অভিযুক্তদের খুঁজে বের করা হবে। তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার। প্রসঙ্গত, এদেশে দলিতদের উপর এধরনের অমানবিক আচরণের ঘটনা নতুন নয়। এর আগে হিমাচল প্রদেশের মান্ডি জেলাতেও এক যুবককে এভাবেই পিটিয়ে মারা হয়েছিল। তার অপরাধ ছিল উচ্চবর্ণের মানুষের রাখা দেবতার পূজার ডালা ছুঁয়ে ফেলা। গতবছর এক দলিত যুবক উচ্চবর্ণের লোকদের সঙ্গে একই টেবিলে খেতে বসেছিল। তাকেও পিটিয়ে মারা হয়েছিল। এই ঘটনাটি ঘটেছিল উত্তরাখন্ডের দেরাদুনে।