অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। শুটিং চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন রাহুল রায়। কার্গিলে পরবর্তী ছবি ‘এলএসি: লাইভ দা ব্যাটেল’-এর শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। সম্প্রতি তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে এমনটাই খবর। পরিচালক নীতীন কুমার গুপ্তর পরবর্তী ছবি ‘এলএসি: লাইভ দা ব্যাটেল’-এর শুটিংয়ের জন্য কার্গিলে গিয়েছিলেন রাহুল।
খারাপ আবহাওয়া থাকার ফলে সেখানে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পাশাপাশি ২৬ নভেম্বর সেটের মধ্যেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন রাহুল। তারপর তাঁকে দ্রুত কার্গিল থেকে শ্রীনগরে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। এতদিন সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এবার রাহুলের স্পিচ থেরাপি শুরু করা হবে। ব্রেন স্ট্রোকের পর তিনি যাতে ঠিক করে কথা বলতে পারেন তার জন্যই এই থেরাপি করা হবে।