স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ ডিসেম্বর।।ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ এর উদ্যোগে বুধবার আগরতলায় শিক্ষাভবনে তিন দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।ডেপুটেশন ও স্মারকলিপির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন,শিক্ষক এর অভাবে রাজ্যের বিভিন্ন স্কুলের পঠন পাঠন বিঘ্নিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে।রাজ্যে বর্তমানের ট্রেড উত্তীর্ণ বেকারের সংখ্যা ১৬৭৫ জন।
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে সে কম্বদে শূন্য পদের সংখ্যা চার হাজার। অবিলম্বে শূন্যপদ পূরণের দাবি জানিয়েছে ওপর সংগঠন।সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাজ্যে ও তিন বেকার থাকা সত্ত্বেও তাদেরকে শিক্ষা দপ্তর নিয়োগপত্র দিচ্ছে না।কোন ধরনের বাছাই ও কারচুপি না করে ট্রেড উত্তীর্ণ প্রত্যেককে অবিলম্বে শিক্ষা দপ্তরের শিক্ষক পদে নিয়োগের জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন।
অবিলম্বে রাজ্যে নতুন করে টেট পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছে ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ।শিক্ষক পদের জন্য অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে শিক্ষাব্যবস্থা আরো বিপর্যস্ত হয়ে পড়বে হলে সংগঠনের তরফ থেকে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে।
এমনিতে করোণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে শিক্ষক সংকটের পাশাপাশি অন্যান্য নানা কারণে এ বছর ছাত্রছাত্রীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ক্ষতিপূরণের জন্য শিক্ষা দপ্তর কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেও দাবি জানানো হয়।