জন্মদিনে সোনিয়কে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। ৯ ডিসেম্বর কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধির জন্মদিন। এবার অবশ্য জন্মদিন পালন উপলক্ষে কোনও অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে এদিন সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই সোনিয়কে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।রাজনৈতিক বিরোধিতা থাকলেও ব্যক্তি সম্পর্কে সেটা কখনওই বাধা হয়ে দাঁড়ায় না মোদির কাছে।

এই মুহূর্তে কৃষক আন্দোলন-সহ একাধিক ইস্যুতে কংগ্রেস মোদি সরকারকে আক্রমণ করলেও প্রধানমন্ত্রী বুধবার সকালেই টুইট করে সোনিয়া গান্ধিকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী টুইট করেন, শ্রীমতি সোনিয়া গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। ঈশ্বর তাঁকে সুস্বাস্থ্যের অধিকারী ও দীর্ঘজীবী করুন। প্রধানমন্ত্রীর মতই কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিও সোনিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন।

সমাজবাদী পার্টির প্রবীণ নেতা মুলায়ম সিং যাদব, ডিএমকে নেতা এম কে স্টালিন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা এদিন সোনিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, সোনিয়া গান্ধি এবার ৭৪ বছরে পা দিলেন। তবে চিকিৎসকদের পরামর্শে আপাতত তিনি ছুটিতে গোয়ায় রয়েছেন। মাত্রাতিরিক্ত দূষণের কারণে দিল্লিতে তাঁর ফুসফুসের সংক্রমণ বাড়তে পারে।

সেজন্যই চিকিৎসকদের পরামর্শে এই মুহূর্তে কংগ্রেস সভানেত্রী গোয়ায় রয়েছেন। গোয়ায় সোনিয়ার সঙ্গে রয়েছেন রাহুল। সাধারণত প্রতিবছর ঘটা করেই জন্মদিন পালন করেন সোনিয়া। কংগ্রেস সমর্থকরাও রাজ্যে রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্তু কৃষক আন্দোলনের কথা মাথায় রেখে এবং তাদের পাশে থাকতে সোনিয়া এবার জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?