১২ ডিসেম্বর সবকটি জেলা আদালত চত্বরে বসবে জাতীয় লােক আদালত

Triস্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ ডিসেম্বর।। আগামী ১২ ডিসেম্বর, ২০২০ শনিবার রাজ্যে বসছে জাতীয় লােকআদালত। সবকটি জেলা আদালত চত্বরে বসবে জাতীয় লােক আদালত। জাতীয় লােক আদালতে ৯২৯ টি মামলা নিষ্পত্তির জন্য তােলা হবে। মােটর যান দুর্ঘটনাগ্রস্থদের ক্ষতিপূরণ, আপােষযােগ্য বিরােধ, এন আই অ্যাক্ট, কর্মচারীদের ক্ষতিপূরণ, ব্যাঙ্কের অনাদায়ী ঋণ, বিবাহ সংক্রান্ত বিরােধ, দেওয়ানি সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য এই লােক আদালতে তােলা হবে।

এ জন্য রাজ্যে মােট ৩৯ টি আদালত বসবে। ব্যাংক ঋণ পরিশােধ সংক্রান্ত ০৬ টি মামলা, যান দুর্ঘটনা সংক্রান্ত মামলা ১৬২ টি , আপােষযােগ্য ফৌজদারি বিরােধের ৩৪৯ টি মামলা, বিবাহ সংক্রান্ত বিরােধের ২৩০ টি মামলা, এন আই অ্যাক্টের ১২৬ টি মামলা, কর্মচারীদের ক্ষতিপূরণ সংক্রান্ত ০১ টি মামলা, জমির দখল সংক্রান্ত বিরােধ-এর ১০ টি মামলা এবং অন্যান্য আপ মামলা ৪৫ টি শুনানির জন্য উঠবে। ইতিমধ্যে মামলার পক্ষা-পক্ষকে নােটস দিয়ে জানানাে হয়েছে।

আদালতগুলিতে মামলার পক্ষা-পক্ষকে সহযােগিতা করতে আইনি স্বেচ্ছাসেবকরা থাকবেন। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য-সচিব অংশুমান দেববর্মা দ্রুত ও বিনা আইনি খরচে মামলা নিষ্পত্তির সুবিধা সংশ্লিষ্ট সবাইকে নিতে অনুরােধ করেছেন। এরসঙ্গে আবেদন করেছেন, মামলার বিষয়ে কোনও নথি কারও নিযুক্তিয় আইনজীবীদের মাধ্যমে আগে জমা করে না থাকলে, লােক আদালতে উপস্থিত হওয়ার সময় তা সঙ্গে নিয়ে আসতে। করােনা অতিমারির জন্য আদালতগুলিতে সবার মাস্ক পরিধান করা আবশ্যক।

সামাজিক দূরত্ব বজায় রেখেই চলবে লােক-আদালতের কাজ। এ ছাড়া অতিমারির অন্যান্য স্বাস্থ্যবিধি মান্য করতে হবে। লােক আদালতের সুবিধা সংশ্লিষ্ট সবাইকে নিতে আবেদন জানিয়েছে রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ।স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ ডিসেম্বর।। আগামী ১২ ডিসেম্বর, ২০২০ শনিবার রাজ্যে বসছে জাতীয় লােকআদালত। সবকটি জেলা আদালত চত্বরে বসবে জাতীয় লােক আদালত। জাতীয় লােক আদালতে ৯২৯ টি মামলা নিষ্পত্তির জন্য তােলা হবে। মােটর যান দুর্ঘটনাগ্রস্থদের ক্ষতিপূরণ, আপােষযােগ্য বিরােধ, এন আই অ্যাক্ট, কর্মচারীদের ক্ষতিপূরণ, ব্যাঙ্কের অনাদায়ী ঋণ, বিবাহ সংক্রান্ত বিরােধ, দেওয়ানি সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য এই লােক আদালতে তােলা হবে। এ জন্য রাজ্যে মােট ৩৯ টি আদালত বসবে। ব্যাংক ঋণ পরিশােধ সংক্রান্ত ০৬ টি মামলা, যান দুর্ঘটনা সংক্রান্ত মামলা ১৬২ টি , আপােষযােগ্য ফৌজদারি বিরােধের ৩৪৯ টি মামলা, বিবাহ সংক্রান্ত বিরােধের ২৩০ টি মামলা, এন আই অ্যাক্টের ১২৬ টি মামলা, কর্মচারীদের ক্ষতিপূরণ সংক্রান্ত ০১ টি মামলা, জমির দখল সংক্রান্ত বিরােধ-এর ১০ টি মামলা এবং অন্যান্য আপষযােগ্য দেওয়ানি মামলা ৪৫ টি শুনানির জন্য উঠবে। ইতিমধ্যে মামলার পক্ষা-পক্ষকে নােটস দিয়ে জানানাে হয়েছে। আদালতগুলিতে মামলার পক্ষা-পক্ষকে সহযােগিতা করতে আইনি স্বেচ্ছাসেবকরা থাকবেন। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য-সচিব অংশুমান দেববর্মা দ্রুত ও বিনা আইনি খরচে মামলা নিষ্পত্তির সুবিধা সংশ্লিষ্ট সবাইকে নিতে অনুরােধ করেছেন। এরসঙ্গে আবেদন করেছেন, মামলার বিষয়ে কোনও নথি কারও নিযুক্তিয় আইনজীবীদের মাধ্যমে আগে জমা করে না থাকলে, লােক আদালতে উপস্থিত হওয়ার সময় তা সঙ্গে নিয়ে আসতে। করােনা অতিমারির জন্য আদালতগুলিতে সবার মাস্ক পরিধান করা আবশ্যক। সামাজিক দূরত্ব বজায় রেখেই চলবে লােক-আদালতের কাজ। এ ছাড়া অতিমারির অন্যান্য স্বাস্থ্যবিধি মান্য করতে হবে। লােক আদালতের সুবিধা সংশ্লিষ্ট সবাইকে নিতে আবেদন জানিয়েছে রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?