করোনা আক্রান্তদের বাড়ির সামনে কোনও রকম সতর্কীকরণ পোস্টার লাগানো যাবে না

অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। করোনা আক্রান্তদের বাড়ির সামনে কোনও রকম সতর্কীকরণ পোস্টার লাগানো যাবে না বলে নির্দেশ জারি করল সুপ্রিম কোর্ট। দেশে করোনা নিয়ে মানুষের মধ্যে এক আতঙ্ক তৈরি হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা আক্রান্তদের রীতিমতো একঘরে করে দেওয়ার মত ঘটনা ঘটছে দেশের সর্বত্র। মানুষ শিক্ষিত হলেও তাদের মানসিকতায় এখনও সেভাবে বদল হয়নি। সে কারণেই এবার কঠোর অবস্থান নিল দেশের সর্বোচ্চ আদালত।

অভিযোগ, বেশিরভাগ জায়গাতেই করোনা থেকে সেরে ওঠার পরেও আক্রান্তদের সঙ্গে শারীরিক দূরত্ব নয় বরং সামাজিক দূরত্ব তৈরি করছেন মানুষ। এরই মধ্যে প্রশাসনের ওই পোস্টার মানুষকে আরও বিভ্রান্ত করছে। বেশ কিছু জায়গায় পোস্টারে করোনা আক্রান্তদের বাড়িটিকে চিহ্নিত করে সেই বাড়িতে মানুষকে না যেতে অনুরোধ করছে প্রশাসন। এ প্রসঙ্গেই সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, তার নির্দেশে জানায়, করোনা আক্রান্তদের বাড়ির বাইরে প্রশাসনের তরফে কোনও রকম সতর্কীকরণ পোস্টার লাগানো যাবে না। কারণ সামাজিকতার ক্ষেত্রে এই কাজ রীতিমতো অসম্মানজনক।

কোনও অবস্থাতেই প্রশাসন এ ধরনের পোস্টার দিতে পারে না। তবে দুর্যোগ মোকাবিলা আইনের আওতায় বিশেষ অবস্থায় এ ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। শীর্ষ আদালতের এই রায়ের সংশ্লিষ্ট সব পক্ষই সন্তোষ প্রকাশ করেছে। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ জনস্বার্থ মামলার শুনানিতে বলে, কেন্দ্র ইতিমধ্যেই করোনা নিয়ে নির্দেশিকা জারি করেছে। তাহলে এ ধরনের পোস্টার দেওয়ার অর্থ কী? এ ধরনের পোস্টারকে অপবাদসূচক বলে দাবি করেন জনস্বার্থ মামলাকারীরা। এই মামলায় কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহত জানান, এ ধরনের কোনও পোস্টার দেওয়ার নির্দেশ জারি করেনি কেন্দ্র।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?