অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। ফোবর্সের ১০০ প্রভাবশালী মহিলার তালিকায় ঠাঁই পেলেন দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একই সঙ্গে এই তালিকায় ঠাঁই করে নিয়েছেন বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার শ। তালিকায় জায়গা পেয়েছেন এইচসিএল-এর সিইও রোশনী নাদারও। এই ১০০ প্রভাবশালীর মহিলার তালিকায় প্রত্যাশামতোই ঠাঁই পেয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে সদ্য নির্বাচিত কমলা হ্যারিস এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের মত বিশিষ্ট ব্যক্তিরা। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা এই নিয়ে টানা দশ বার ফোবর্সের প্রভাবশালী মহিলাদের তালিকায় ঠাঁই পেলেন। ফোবর্স-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের তালিকায় রয়েছেন ১০টি দেশের প্রধান এবং ঠাঁই পেয়েছেন ৩৮ জন সিইও।
এঁদের প্রত্যেকের কাজের ক্ষেত্রে আলাদা। কিন্তু এরা সবাই নিজের নিজের ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁদের এই দক্ষতাকে সম্মান জানায় ফোর্বস। সে কারণেই ফোবর্স ১০০ জন প্রভাবশালী মহিলার মধ্যে তাঁদের বেছে নিয়েছেন। এই তালিকার ৪১ নম্বর স্থানে রয়েছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এইচসিএল-এর সিইও রোশনি নাদার মালহোত্রা পেয়েছেন ৫৫ নম্বর স্থান। অন্যদিকে কিরণ মজুমদার শ ৬৮ তম স্থানে রয়েছেন। আর এক ভারতীয় মহিলা রেনুকা জগতিওয়ানি রয়েছেন ৯৮ নম্বর স্থানে। রেনুকা ল্যান্ডমার্ক গ্রুপের প্রধান।