অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীকালে যুদ্ধবিরতি ও সমবেদনার আহ্বান সত্ত্বেও সহিংসতা ও নিপীড়ন অব্যাহত রয়েছে। লোকজনকে ঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে। বর্তমানে রেকর্ড সংখ্যক লোক বাস্তুচ্যুত। জাতিসংঘ বুধবার জানায়, ২০১৯ সালের শেষ নাগাদ ৭ কোটি ৯৫ লাখ লোক বাস্তুচ্যুত। প্রায় ৩ কোটি লোক শরণার্থী হয়েছে। চলতি বছর এ সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে। বাস্তুচ্যুত ও শরণার্থীদের এই সংখ্যা বিশ্ব জনসংখ্যার এক শতাংশেরও বেশি। জাতিসংঘের শরণার্থী সংস্থা আরও বলেছে, প্রাথমিক তথ্য-উপাত্ত দেখাচ্ছে ২০২০ সালে আরও অনেক লোক বাস্তুচ্যুত হয়েছে।
এ সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে। শরণার্থী সংস্থা প্রধান ফিলিপ্পো গ্রান্ডি এক বিবৃতিতে বলেন, আমরা বর্তমানে আরও একটি ভয়ঙ্কর মাইলফলক পাড়ি দিচ্ছি। বিশ্ব নেতারা যুদ্ধ না থামালে এ সংখ্যা বাড়তেই থাকবে। তিনি আরও বলেন, গত দশকে জোরপূর্বক বাস্তুচ্যুতের সংখ্যা দ্বিগুণ হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি রক্ষায় ব্যর্থ হয়েছে। এছাড়া গত মার্চ মাসে জাতিসংঘ প্রধান আন্তেনিও গুতেরেস বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বকে এমনিতেই করোনা মহামারী মোকাবিলা করতে হচ্ছে যার কারণে মারা গেছে ১৫ লাখেরও বেশি লোক।