অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির কাছে হারতে হল ক্ষমতাসীন কংগ্রেসকে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কংগ্রেসের পক্ষে একটি বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এতদিন পর্যন্ত রাজস্থানে শহরাঞ্চলের থেকে গ্রামাঞ্চলে বেশি সাফল্য পেয়েছিল কংগ্রেস। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে সেই সাফল্য এবার মুছে গেল।মরুরাজ্যে গ্রামীণ এলাকায় বিজেপির কাছে এই পরাজয় অশোক গেহলত সরকারের নীতি এবং কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতাকেই সামনে আনল।
উল্লেখ্য, রাজস্থানের জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি মিলিয়ে মোট ৪৩৭১ টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা গিয়েছে, বিজেপি ১৮৩৩ টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ১৭১৩ টি আসন। নির্দলরা ৪১৩টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পর্টি ৫৬টি আসনে জয়ী হয়েছে। সিপিআই ১৬টি, বহুজন সমাজ পার্টি তিনটি এবং এনসিপি পেয়েছে একটি আসন। উল্লেখযোগ্য বিষয় হল, রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিংহ দোতাসারার নিজের এলাকা এবং একাধিক মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস বিজেপির থেকে অনেক পিছিয়ে থেকেই লড়াই শেষ করেছে।
প্রসঙ্গত কয়েক মাস আগে তৎকালীন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট এবং মুখ্যমন্ত্রী গেহলতের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক লড়াই হয়েছিল। এই নির্বাচনে তারই প্রভাব পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ক্ষমতায় থেকেও পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের এই হার দলের সাংগঠনিক দুর্বলতার পরিচয়।