অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ সেরা হওয়ার পরেও ভালো নেই হার্দিক পান্ডিয়া। জানালেন, চার মাস ছেলেটাকে না দেখতে পেয়ে মন কেমন করছে। মঙ্গলবার সিডনি ম্যাচের শেষে হার্দিক বলেন, ‘ছেলেটাকে দেখিনি চার মাস। এবার তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে খুব ইচ্ছে করছে। সীমিত ওভারের ক্রিকেটের পরে এবার শুরু হচ্ছে টেস্ট সিরিজ। সাদা পোশাকের ক্রিকেটে দলে নেই তিনি। টেস্টে কি তাকে আদৌ দেখা যাবে না?প্রশ্নের উত্তরে আশাবাদী তিনি, ‘হয়তো ভবিষ্যতে খেলব। ঠিক করে বলা মুশকিল। তবে হয়তো খেলব। ’শেষ ম্যাচের চূড়ান্ত তিন ওভারে ৪৩ বাকি, এমন গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে যান হার্দিক। তাকে আউট করে তুমুল উচ্ছ্বসিত হয়ে উঠতে দেখা যায় অ্যাডাম জাম্পাকে।
কোহলিও ম্যাচ শেষে মেনে নেন, পান্ডিয়া থাকলে হয়তো ম্যাচটা জেতা যেত। তবে সিরিজ সেরা হার্দিকের কাছে ‘ম্যান অব দ্য সিরিজ’ দলে নতুন আসা টি নটরাজন। এদিন বাঁ-হাতি পেসারকে প্রশংসায় ভরিয়ে টুইট করেন হার্দিক। তারকা অলরাউন্ডার লেখেন, ‘‘নটরাজন তুমি এই সিরিজে অসাধারণ খেলেছ। ভারতের হয়ে অভিষেকেই কঠিন পরিস্থিতিতে তোমার দারুণ পারফরম্যান্স চিনিয়ে দিয়েছে তোমার প্রতিভা ও পরিশ্রমকে। ভাই, আমার কাছে তুমিই ম্যান অব দ্য সিরিজ। এই জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন। ’’ টুইটটি দ্রুত ভাইরাল হয়ে যায়। এরই মধ্যে সেটি রিটুইট করেছেন ১০ হাজারের বেশি মানুষ। লাইক পড়েছে প্রায় ৭২ হাজার।