অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। দেশজুড়ে চলছে কৃষক আন্দোলন। কৃষক আন্দোলনের পাশে থাকতে অভিনব উদ্যোগ নিলেন পঞ্জাবের সদ্য বিবাহিত এক দম্পতি। নিজেদের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের উপহার নয় বরং কৃষকদের জন্য অর্থসাহায্য দেওয়ার আবেদন জানালেন এই দম্পতি। তাঁদের এই উদ্যোগ ইতিমধ্যেই সর্বত্র প্রশংসিত হয়েছে। এর আগে গত সপ্তাহে কৃষকদের সমর্থন জানাতে ট্রাক্টরে চেপে বিয়ে করতে গিয়েছিলেন এক পাত্র। ট্রাক্টর চেপে বিয়ে করতে যাওয়ার ওই ছবিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়। ১২ দিন ধরে একটানা দিল্লি হরিয়ানা সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা।
ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে ছয় দফা আলোচনা হলেও কোনও সমাধানসূত্র মেলেনি। বুধবার ফের কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রের বৈঠক হওয়ার কথা। যত দিন যাচ্ছে সমস্যা ততই জটিল হচ্ছে। এরই মধ্যে কৃষকদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিলেন পঞ্জাবের এই নব দম্পতি। নবদম্পতির এই উদ্যোগটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে বিয়ের অনুষ্ঠানে একটি অর্থদান বাক্স রাখা হয়েছে। অতিথিদের বলা হচ্ছে, আশীর্বাদস্বরূপ কোনও উপহার না দিয়ে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ান। তাঁদের জন্য অর্থ সাহায্য করুন। এভাবে সংগৃহীত অর্থ দিয়ে বিক্ষোভকারীদের খাদ্য, বস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনে দেওয়া হবে। মুস্তাক এবং তাঁর স্ত্রীর এই উদ্যোগকে ইতিমধ্যেই নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।