অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। ফ্রান্সে আল্পস পর্বতমালায় একটি অনুসন্ধান ও উদ্ধার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় পাঁচজন মারা গেছে। রয়টার্সের বরাত দিয়ে এ খবর দিয়েছে ডয়চে ভেলে। বিধ্বস্ত হেলিকপ্টারের এক যাত্রী এখনো জীবিত। তবে কুয়াশার বাধা ডিঙিয়ে গিয়ে তাকে উদ্ধার করা যাচ্ছে না৷আল্পসে বিপদগ্রস্তদের কীভাবে উদ্ধার করতে হয় তার প্রশিক্ষণ দিতে গিয়েছিল হেলিকপ্টারটি। পাইলটসহ মোট ছয়জন ছিলেন হেলিকপ্টারে। ১৮০০ মিটার নিচে পড়ে বিধ্বস্ত হওয়ার আগে পাইলট অ্যালার্ম বাজিয়েছিলেন। তবে সন্ধ্যার আঁধারে ঘন কুয়াশার কারণে তিনটি উদ্ধার হেলিকপ্টার খুব দ্রুত সেখানে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। ফিরে আসতে হয় ৪০ জন উদ্ধারকর্মীকে। এদিকে দুর্ঘটনার খবর জেনেই দেশটির প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ এবং প্রধানমন্ত্রী জঁ কস্তে টুইটবার্তায় হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানান। টুইটবার্তায় ম্যাখোঁ বলেন, ‘অন্যের জীবন বাঁচাতে তারা সব রকমের ঝুঁকিই নেন। আজ সন্ধ্যায় স্যাভয় (হেলিকপ্টার) বিধ্বস্ত হওয়ায় ফ্রেঞ্চ এয়ার রেস্কুর তিনজন এবং সার্ভিস আরিয়েন ফ্রাঙ্কাই (এসএএফ)-এর দুজন মারা গেছেন। আহত একজন বাঁচার জন্য লড়ছেন। ফরাসি এই নায়কদের পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের পাশে আছে এই জাতি।’ আরেক টুইটবার্তায় ফ্রান্সের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘তারা সবাই একই ইউনিফর্ম পরতো না, তবে একটাই লক্ষ্য ছিল তাদের- অন্যের জীবন বাঁচানো। তাদের মৃত্যু পুরো জাতিকে শোকার্ত করেছে।