অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। গত সপ্তাহেই গোটা বিস্মকে স্তম্ভিত করে দিয়ে চলে গিয়েছেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আর্জেন্তিনা ফুটবলে আবার বড় বিপর্যয়। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে রানার্স, লিওনেল মেসিদের আর্জেন্তিনা দলের প্রাক্তন কোচ আলেখান্দ্রো সাবেয়া। বয়স হয়েছিল ৬৬ বছর। মঙ্গলবার আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।২৫ নভেম্বর মারাদোনার মৃত্যুর দিনেই হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল সাবেয়াকে। বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় তিনি ভুগছিলেন। ছিল হৃদযন্ত্রেরও সমস্যা। ছিলেন আইসিসিইউ-এ।
সোমবার রাত থেকে তাঁর অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। মঙ্গলবার ভারতীয় সময় অধিক রাতে তাঁর জীবনাবসানের কথা ঘোষণা করে আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন। রোয়া ফুটবলে সাবেয়া পরিচিত ছিলেন ‘মায়েস্ত্রো’নামে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সাবেয়ার আত্মপ্রকাশ রিভার প্লেট ক্লাবে ১৯৪ সালে। সেখানে ছিলেন চার বছর। সেখান থেকে পাড়ি দেন ইংল্যান্ডে। ইপিএলে ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত খেলেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে। ৭৬ ম্যাচে ছিল ৮ গোল। ১৯৮০ সালে শেফিল্ড ছেড়ে এক বছরের জন্য খেলেন লিডস ইউনাইটেডে। যে ক্লাবের দায়িত্বে এখন রয়েছেন আর্জেন্তিনারই আর এক প্রাক্তন আর্জেন্তিনীয় কোচ মার্সেলো বিয়েলসা। লিডসের হয়ে ২৩ ম্যাচে ছিল ২ গোল।
তার পরে আবার ফিরে আসেন নিজের দেশে। খেলেন এস্তুদিয়ান্তেস এবং গ্রেমিও ক্লাবে। ১৯৮৩ সালে ডাক পান আর্জেন্তিনা জাতীয় দলে। দেশের হয়ে খেলেন আটটি ম্যাচ। ফুটবল থেকে অবসর নেওয়ার পরে সাবেয়া যুক্ত হন কোচিংয়ের সঙ্গে। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত ছিলেন এস্তুদিয়ান্তেস দলের। সেই সময়েই প্রাক্তন প্রয়াত কিংবদন্তি দিয়েগো মারাদোনার উত্তরসূরি হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় জাতীয় দলের দায়িত্ব। সেই গুরুদায়িত্ব নিয়েই চলে আসেন কলকাতায়। ২ সেপ্টেম্বর কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে তিনি আর্জেন্তিনার হয়ে প্রথম কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করেন। কিন্তু ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হারের পরেই তিনি জাতীয় দলের দায়িত্ব থেকে ইস্তফা দেন।