চাকুরিচ্যুত শিক্ষকের বাড়িতে বোমা নিক্ষেপ, উদ্বিগ্ন ১০৩২৩

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ ডিসেম্বর।। গতকাল রাতে গান্ধীগ্রাম এলাকায় চাকুরিচ্যুত এক শিক্ষকের বাড়িতে পরপর দুট বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বোমা নিক্ষেপের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।বোমার বিকট আওয়াজে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।ঘটনার বিবরণ দিয়ে চাকরিচ্যুত শিক্ষক ভাস্কর দেবের স্ত্রী সবিতা দেব জানান বোমা নিক্ষেপের পর তিনি এয়ারপোর্ট থানায় ফোন করেন। পরপর সাতবার ফোন করার পরও এয়ারপোর্ট থানা থেকে কেউ ঘটনাস্থলে ছুটে আসে নি। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের লোকজন রা। বাড়িতে সিসি ক্যামেরা লাগানো ছিল। সিসি ক্যামেরায় বোমা নিক্ষেপের যাবতীয় দৃশ্য ধরা পড়েছে। জানা গেছে দুই যুবক বাইকে করে এসে পরপর দুটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে ওই বাড়িতে।

চাকরিচ্যুত শিক্ষকের পরিবার বিরোধীদল সিপিএমের। সে কারণেই তাদের বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ। এর আগেও তাদের বাড়িতে নানা হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।এসব ঘটনায় সংশ্লিষ্ট পরিবারের লোক সন্ধ্যা নিরাপত্তাহীনতায় ভুগছেন।পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে বিপদে পড়ে পুলিশের সাহায্য চেয়ে তারা কোন ধরনের সাহায্য পাননি। পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তারা।

পুলিশ এসব ঘটনার পর নিরপেক্ষ দায়িত্ব পালন করছেন বলেও অভিযোগ।এ ধরনের রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ অবিলম্বে বন্ধ করার জন্য পরিবারের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।বিরোধীদলের আর কোন পরিবার যাতে এ ধরনের সন্ত্রাসের শিকার না হন তা নিশ্চিত করার জন্য রাজ্য সরকার এবং আরক্ষা প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন পরিবারের লোকজনরা।এদিকে চাকরিচ্যুত শিক্ষকের বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী দল সিপিআইএম। এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?