অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। খুব শীঘ্রই দেশের বাজারে আসতে চলেছে করোনার টিকা। করোনার ভ্যাকসিন তৈরি, সরবরাহ এবং প্রতিটি মানুষকে টিকা প্রয়োগের পুরো বিষয়টি গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাইছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। দেশে টিকা উৎপাদন, বন্টন-সহ পুরো প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখার জন্য ৬৪ টি দেশের রাষ্ট্রদূতদের ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। দেশে টিকার প্রস্তুতি নিজেদের চোখে দেখার জন্যই বিদেশি রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণে প্রেক্ষিতে ৬৪ টি দেশের রাষ্ট্রদূত ভারতে এসে পৌঁছেছেন। আজ বুধবার সন্ধ্যা নাগাদ হায়দরাবাদে দুই ওষুধ প্রস্তুতকারী সংস্থার গবেষণাগারে তাঁরা যাবেন। খতিয়ে দেখবেন টিকা তৈরির কাজ। করোনার টিকা শুধু যে দেশের মানুষের জন্য উৎপাদন করা হবে তা নয়, গোটা বিশ্বেই ভারত তা সরবরাহ করতে চায়।
মোদি সরকার জানিয়ে দিয়েছে, দেশের মানুষকে টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন পিছিয়ে পড়া এবং গরিব দেশগুলিতেও টিকা সরবরাহ করবে।এদিন বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি প্রতিনিধিদের দেশের গবেষণাগার ঘুরিয়ে দেখানোর উদ্যোগ এই প্রথম। বিদেশি রাষ্ট্রদূতদের এই সফর আগামী দিনে ভারতের টিকা উৎপাদনের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলবে। দেশের বিভিন্ন সংস্থায় কীভাবে টিকা তৈরি হচ্ছে, কীভাবে তা পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হচ্ছে, টিকা কেমনভাবে গোটা দেশে বন্টন করা হবে সবকিছুই খতিয়ে দেখবেন বিদেশিরা। সে ক্ষেত্রে ভবিষ্যতে গবেষণা ও উৎপাদনের কাজে বিদেশি সংস্থাকেও সাহায্য করতে পারবে ভারত। এই টিকা ভারতে কত কম দামে প্রতিটি মানুষের হাতে তুলে দেওয়া হবে সে বিষয়টিও বিদেশি প্রতিনিধিদের জানানো হবে। বুধবার হায়দরাবাদের ভারত বায়োটেক ও বায়োলজিক্যাল ই ফার্ম ঘুরে দেখবেন বিদেশি অতিথিরা।