খেলা চলাকালীন চতুর্থ রেফারির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ

অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। খেলা চলাকালীন চতুর্থ রেফারির বিরুদ্ধে ওঠা বর্ণবাদের অভিযোগের কারণে পিএসজি এবং ইস্তানবুল বাসাকসেহিরের মঙ্গলবারের ম্যাচটি হয়নি। দুই দলের সম্মতিতে বুধবার আবার বল মাঠে গড়াবে। ইস্তানবুলের অভিযোগ, চতুর্থ কর্মকর্তা সেবাস্তিয়ান কোল্টেস্কু তাদের সহকারী কোচ পিয়ের ওয়েবোর উদ্দেশ্যে বর্ণবাদী ভাষা ব্যবহার করেছেন।ক্যামেরুনের সাবেক খেলোয়াড় ওয়েবোকে ওই সময় সাইডলাইনে তর্কাতর্কি করতে দেখা যায়। রেফারি তাকে লালকার্ড দেখান। প্রতিবাদে ইস্তানবুলের সব খেলোয়াড় মাঠ থেকে বেরিয়ে যান। তাদের সমর্থন করে পিএসজিও মাঠ ছাড়ে।

১৪তম মিনিটের এই ঘটনার সময় দুই দলই গোলহীন ছিল। বুধবার এখান থেকে আবার খেলা হবে। দিনের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যাওয়ায় আগেই শেষ ষোলোয় চলে গেছে পিএসজি। উয়েফা বিবৃতিতে বলেছে, ‘আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। দুই দল সম্মতি দেয়ায় বুধবার আবার খেলা হবে। ’ইস্তানবুলের খেলোয়াড়দের সাইডলাইনে বলতে শোনা যায়, ‘কেন তুমি কালো লোক বললে? এটা কি তোমাকে বলতেই হবে?’টিভি ফুটেজে দেখা গেছে পিএসজির এক খেলোয়াড় বলছেন, ‘সে সিরিয়াস? আমরা যাই। আমরা যাই। হয়েছে, আমরা যাই। ’পরে পিএসজি ফরোয়ার্ড এমবাপে টুইটে বলেন, ‘বর্ণবাদকে না বলুন। ওয়েবো আমরা সঙ্গে আছি। ’ তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানও এই ঘটনার সমালোচনা করে বিবৃতি দিয়েছেন। বলেছেন, উয়েফার বিচার করা উচিত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?