অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর,।।সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এক শেখ একটি ইসরায়েলি ফুটবল ক্লাবের অর্ধেক মালিকানা কিনে নিয়েছেন। ক্লাবটির দীর্ঘ আরব-বিদ্বেষের ইতিহাস রয়েছে। বিবিসি জানায়, বেইতার জেরুজালেম নামের এই ক্লাবটিতে আগামী ১০ বছরে ৯২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবেন শেখ হামাদ বিন খলিফা আল নাহিয়ান। মালিকানা কেনার পর তিনি বলেন, ‘গৌরবময় এই ক্লাবটির অংশীদার হতে পেরে তিনি রোমাঞ্চিত।’ ঠিক তিন মাস আগে আমিরাত প্রথম উপসাগরীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক অবস্থায় আনতে পদক্ষেপ নেয়। ইসরায়েল, আমিরাত এবং বাহরাইন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের তত্ত্বাবধানে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চুক্তি সই করে।
ইসরায়েলের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব বেইতার জেরুজালেম ছয়বার ইসরায়েলের প্রিমিয়ার লিগে জয় পেয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ক্লাবটির সমর্থক। এই ক্লাবটি পরিচিত ‘উগ্র’ সমর্থকগোষ্ঠীর জন্য, যারা ‘লা ফ্যামিলিয়া’ নামে পরিচিত। এই গোষ্ঠী আরবদের প্রতি সরাসরি বর্ণবাদী। ইসরায়েলের মোট জনসংখ্যার ২০ শতাংশ আরব। ক্লাবটির স্টেডিয়ামে ‘আরবদের মৃত্যু’ এমন স্লোগান শোনা যেত নিয়মিত। ক্লাবটির মালিকরা কখনোই আরব বা মুসলিম ফুটবলার কিনতেন না। গত ২০১৩ সালে দুজন চেচেন মুসলিম ফুটবলার কেনার পর এই ক্লাবটির অফিস জ্বালিয়ে দেওয়া হয়। ‘লা ফ্যামিলিয়া’র দুজন সদস্যকে অগ্নিসংযোগের ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়। শেখ হামাদের সঙ্গে এই নতুন চুক্তির পর কিছু সমর্থক বিরোধিতা করেছে। এখন আবুধাবির রাজকীয় এই পরিবার ক্লাবটির ৫০ শতাংশের মালিক।
ক্লাবটির বর্তমান মালিক ইসরায়েলের প্রযুক্তি উদ্যোক্তা মোশে হোগেগ তাদের ক্লাবে এই আরব শেখের বিনিয়োগকে বর্ণনা করছেন ‘উত্তেজনাকর নতুন আলো’ বলে। ‘নতুন দিনে ক্লাবের স্বার্থে, জাতির স্বার্থে, ইসরায়েলি স্পোর্টসের স্বার্থে সহাবস্থান, অর্জন ও ভ্রাতৃত্ববোধের দিকে আগাচ্ছি’ যোগ করেন তিনি। শেখ হামাদ বলেন, আমি রোমাঞ্চিত এই গৌরবময় ক্লাবের অংশীদার হতে পেরে। আমি এই শহর সম্পর্কে অনেক শুনেছি, বিশ্বের অন্যতম পবিত্র শহর।