অনলাইন ডেস্ক, ৯ ডিসেম্বর।। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর ঘটনায় মাদক যোগের তদন্তে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে রেগেল মহাকাল নামে এক মাদক পাচারকারীকে। সুশান্ত মামলায় নাম জড়িয়েছিল এই মাদকপাচারকারীর। এছাড়াও কোটি টাকার মাদক উদ্ধার করেছে এনসিবি। বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন ওই মাদক পাচারকারী।
পুলিশ ও এনসিবি সূত্রে খবর, মুম্বইয়ের আন্ধেরি এলাকায় বেশকিছু জায়গায় তল্লাশি চালিয়ে এই মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন মুম্বইয়ে নিজের ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার তদন্তে নেমে মাদক যোগের কথা জানতে পারেন তদন্তকারীরা। এই মামলায় গ্রেফতার করা হয়েছিল সুশান্তের প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তীকে। পরে তিনি জামিন পান।