স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ ডিসেম্বর।। বুধবার রাজধানী আগরতলা শহরে শিবনগর মিয়ার মসজিদে ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রক্তদান শিবিরে মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হাতে দাবি সনদ তুলে দেওয়া হয়।মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের এধরনের মহতি রক্তদান শিবিরের ভূয়শী প্রশংসা করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসোসিয়েশনের কর্মকর্তাদের আগামী দিনেও এ ধরনের মহতী কাজে শামিল হওয়ার আহ্বান জানন।শুধু রাজধানী আগরতলা শহরে নয় রাজ্যের বিভিন্ন স্থানে রক্তদান শিবিরের শামিল হওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান।রক্তদান সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রক্তদানের বিকল্প কোন মহৎ কাজ হতে পারেনা।রক্তদান করলে যে তৃপ্তি মিলে তা যারা কোনদিন রক্ত দান করেন নি তারা অনুভব করতে পারবেন না বলেও তিনি উল্লেখ করেন। রক্তদান শিবিরে আসার সময় ছোটদের কে সঙ্গে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন রক্তদান শিবিরে ছোটদের নিয়ে আসলে তারা বড় হয়ে নিজে থেকেই রক্তদানে উৎসাহিত হবে।
এ ধরনের পদক্ষেপ আগামী দিনে রক্তের ঘাটতি মেটাতে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের প্রদায়ক স্মারকলিপি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এর আগেও তারা তাদের দাবি সনদ দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষকদের দাবি গুলি সম্পর্কে যথেষ্ঠ সহানুভূতিশীল বলেও তিনি উল্লেখ করেন। আগামী বাজেট অধিবেশনে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন।মুখ্যমন্ত্রীর আশ্বাসে সন্তোষ ব্যক্ত করেছেন অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের কর্মকর্তারা।