স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ ডিসেম্বর।। বর্ডার গোলচক্কর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৬ টি দোকান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মাঝরাত ৩ টা নাগাদ। স্থানীয়রা আগুন প্রত্যক্ষ করতে খবর দেয় দমকল কর্মীদের। কিন্তু দমকল কর্মীরা দীর্ঘ প্রায় আধঘন্টায় ঘটনাস্থলে না পোঁছাতে পারায় এলাকাবাসী বাইকে করে এসে আগরতলা ফায়ার স্টেশনে এসে দমকল কর্মীদের জানায়, ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীদের একটি ইঞ্জিন। পুড়ে যায় ৬ টি দোকান।
দমকল কর্মীরা মদমুক্ত অবস্থায় থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এরই মধ্যে আগুন ব্যাপক বিস্তার লাভ করেছে। ৬ টি দোকান পুড়ে যায়। এর মধ্যে রয়েছে মানিক মজুমদার, শ্যামল দাস, নারায়ণ দে, সুজিত সূত্রধর, মোহন সূত্রধরের দোকান। ব্যবসায়ীদের ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এদিকে আগুন নেভাতে আসা দমকল ইঞ্জিনের ৫ হাজার লিটার জল শেষ হয় রায়।
এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে পড়ে। আগুন নেভাতে আরো পাঁচটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও দমকল কর্মীদের উপর চড়াও হয় এলাকার কিছু দুর্বৃত্তরা। মারধর করে এবং কর্মীদের জামা কাপড় ছিড়ে ফেলে বলে অভিযোগ দমকল কর্মী নিতাই চন্দ্র সরকারের।