অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর।। নিভার চলে গিয়েছে। আছড়ে পড়েছে বুরেভিও। এবার সাগরে শক্তি বাড়াচ্ছে নতুন ঘূর্ণিঝড় ‘অর্ণব’। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, এটি আছড়ে পড়তে পারে তামিলনাড়ু উপকূলে। এত পর পর ঘূর্ণিঝড় আছড়ে পড়তে বা তৈরি হতে দেখা যায় না। কিন্তু এবারে সেটাই হচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অর্ণব নামের এই নয়া ঘূর্ণিঝড়টি শক্তি বৃদ্ধি করে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে পারে। তবে এখনই এই ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি এবং ঠিক কখন নিজের রূপ ধারণ করবে তা এখনও জানা যায়নি। তবে নিভারের ক্ষত মিলিয়ে যাওয়ার আগেই, আরও এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সামনে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল তা স্পষ্ট।
মায়নমার, ইরান, ওমান, পাকিস্তান, কাতার এবং সৌদি আরবের মতো ১৩ টি বিভিন্ন দেশ দ্বারা প্রস্তাবিত ১৬৯ টি নামের একটি তালিকার অংশ হল এই ঘূর্ণিঝড়ের নাম। তবে আমফান, নিভারকে ছাপিয়ে আরও শক্তিশালী আকার ধারণ করবে, নাকি ভারী নিম্নচাপের আকারে ঝড়ে পড়বে অর্ণব, তা এখন শুধু সময়ের অপেক্ষা।