অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর।। শীঘ্রই করোনার ভ্যাকসিনে ছাড়পত্র দিতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রকের এদিনের ঘোষণায় এটা নিশ্চিত হয়ে গেল যে, খুব শীঘ্রই দেশের বাজারে করোনার ভ্যাকসিন আসতে চলেছে। দিন চারেক আগে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সর্বদল বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকেই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, কয়েক সপ্তাহের মধ্যেই করোনার টিকা সরকারের হাতে চলে আসবে। প্রধানমন্ত্রীর সেই বক্তব্যই সত্য বলে প্রমাণ হতে চলেছে স্বাস্থ্যমন্ত্রকের কথায়। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের তিনটি সংস্থা বাজারে ভ্যাকসিন আনতে চেয়ে ছাড়পত্রের জন্য আবেদন করেছে।
ভ্যাকসিনে ছাড়পত্র দেওয়ার আগে কিছু নির্দেশিকা আছে সরকারের। সেই নীতি নির্দেশিকা মেনেই কয়েক সপ্তাহের মধ্যেই কোনও না কোনও ভ্যাকসিনকে ছাড়পত্র দেবে সরকার। কেন্দ্রের তৈরি কোভিড ম্যানেজমেন্ট টিমের প্রধান তথা নীতি আয়োগের সদস্য ভি কে পাল এদিন বলেন, তিনটি সংস্থা ভ্যাকসিনে ছাড়পত্র দেওয়ার জন্য আবেদন করেছে। ওই তিন সংস্থার আবেদন খতিয়ে দেখা হচ্ছে। সরকার আশা করছে এই ভ্যাকসিনগুলি যথেষ্ট কার্যকর। খুব শীঘ্রই বাজারে ভ্যাকসিন আনার বিষয়ে ওই তিন সংস্থাকেই ছাড়পত্র দেওয়া হতে পারে।
উল্লেখ্য, ভারতে প্রথম টিকা আনার জন্য আবেদন করে ফাইজার বায়োটেক। এর পরেই সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেকও আবেদন করেছে।অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই কোনও না কোনও সংস্থার টিকার ছাড়পত্র মিলবে। কেন্দ্র ইতিমধ্যেই রাজ্যগুলির সঙ্গে টিকাকরণের বিষয়ে আলোচনা শুরু করে দিয়েছে। করোনার ভ্যাকসিন সংরক্ষণ করার জন্য দেশে উপযুক্ত কোল্ড স্টোরেজ ব্যবস্থা আছে বলেও ভূষণ এদিন জানান।