অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে কোরিয়া এবং জাপানে। এই পরিস্থিতির মোকাবিলায় সেনা নামতে চলেছে চিন ও জাপানে। জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর করোনা মহামারীর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জাপানের হোক্কাইডো এবং ওসাকাতে। সেখানে রোগীর চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে হাসপাতালগুলিকে।
পর্যাপ্ত স্বাস্থ্য কর্মী না থাকায় অসুবিধা হচ্ছে করোনা পরীক্ষা ও স্বাস্থ্য পরিষেবায়। তাই এই হাসপাতালগুলিতে সেনার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। করোনায় ভালো প্রভাব পড়েছে দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য পরিষেবাতেও। সোমবার করোনা মোকাবিলায় বিবৃতি জারি করেছেন কোরিয়ার প্রেসিডেন্ট।
করোনার উৎস খুঁজতে এবং রোগীদের চিকিৎসায় সমস্ত শক্তি প্রয়োগের এবং প্রয়োজনে সেনা নামোর কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়-ইয়েন। যদিও করোনা মোকাবিলায় এখনও লকডাউন জারি হয়নি এই দুটি দেশে।