ভারত বনধের আগে সব রাজ্যকে অ্যাডভাইজারি পাঠাল স্বরাষ্ট্র মন্ত্রক

অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। কৃষকদের ভারত বনধের আগে সব রাজ্যকে অ্যাডভাইজারি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা বিতর্ক। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে টানা ১২ দিন দিল্লিতে বিক্ষোভ প্রতিবাদ করছেন  লক্ষাধিক কৃষক। এই আন্দোলনকে সমর্থন করেছে বহু সাধারণ মানুষ, একাধিক বিশিষ্ট ব্যক্তিক্ত থেকে বিভিন্ন বিরোধীদল । কেন্দ্রের সঙ্গে একাধিক বৈঠকও কৃষকদের সমস্যা মেটাতে পারেনি। এরই প্রতিবাদে মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে তারা।

কিন্তু তার আগের দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে দেশের বিভিন্ন রাজ্যকে অ্যাডভাইজারি বা বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। অ্যাডভাইজারিতে বলা হয়েছে, বনধ উপলক্ষে সর্বত্র নিরাপত্তা জোরদার করতে হবে। কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা সুনিশ্চিত করতে হবে। উল্লেখ্য এর আগে কোনও সংগঠনের বনধ নিয়ে এরকম অ্যাডভাইজারি পাঠায়নি স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু তাই নয়, এই অ্যাডভাইজারিতে করোনা মহামারীর আইনের কথা উল্লেখ করা হয়েছে।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিবের কাছে অ্যাডভাইজারি পাঠিয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব। কোথাও মিছিল-মিটিং বা জমায়েত হলে যাতে শারীরিক দূরত্ব মেনে তা করা হয় তাও নির্দেশিকায় উল্লেখ রয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যে কৃষকদের দাবিকে সমর্থন করেছে কংগ্রেস, তৃণমূল, এনসিপি, আরজেডির মতো একাধিক দল।

কানাডার প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রসংঘ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। কৃষকদের দাবি, সংশোধনী নয়, অধিবেশন ডেকে বাতিল করতে হবে কৃষি বিল। একাধিক বৈঠকেও সমস্যার সমাধান না হওয়ায় চাপের মুখে কেন্দ্র সরকার। তাই অ্যাডভাইজারি পাঠিয়ে কেন্দ্র রাজ্য গুলির উপর চাপ তৈরি করতে চাইছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?