স্বচ্ছ আগরতলা, সুস্থ আগরতলা’ কর্মসূচীতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ ডিসেম্বর।। ‘স্বচ্ছ আগরতলা, সুস্থ আগরতলা’ কর্মসূচীতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারতের স্লোগান উপস্থাপন করলেন দেশের মানুষের সামনে, তখন অনেকেই ব্যাপারটা কী বুঝে উঠতে পারেননি।

প্রধানমন্ত্রী যেদিন দিল্লীতে ঝাড়ু হাতে রাস্তায় নামলেন সেদিন অনেকে সমালোচনা করেছিলেন। বলেছিলেন, প্রধানমন্ত্রীর কাজ কি এটা নাকি, তাঁর কাজ তো আইনপ্রণয়ন করা। কিন্তু আজ সবাই বুঝতে পারছেন, কেন সেদিন প্রধানমন্ত্রী সেই কাজ করেছিলেন। আজ স্বচ্ছতার ধারণা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রী বলেন,শারীরিক প্রতিবন্ধকতাকে বিভিন্ন শব্দ দিয়ে বোঝানো হতো। কিন্তু সেই সমস্ত শব্দ তাঁদের সঙ্গে আমাদের সম্পৃক্ত করে না। প্রধানমন্ত্রী তাঁদের দিব্যাঙ্গজন আখ্যা দিলেন। অর্থাৎ তুলনা করলেন তৃতীয় নয়নের সঙ্গে।

আগে বলা হতো কুমোর, মুচি। এখন বলা হচ্ছে মৃৎশিল্পী, চর্ম শিল্পী। এটাই মানসিকতার তফাৎ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। রাজা রামমোমহন রায় সতীদাহ প্রথা রদ করেছিলেন। সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগর, রামমোহন, দয়ানন্দ সরস্বতীদের মতো নরেন্দ্র মোদীও একটি নাম। কারণ তিন তালাক প্রথার অবলুপ্তি ঘটিয়ে তিনি কোটি কোটি সংখ্যালঘু মা-বোনকে মুক্তি দিয়েছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, বাড়িতে মা সবার খাওয়া হয়ে গেলে উচ্ছিষ্ট পরিষ্কার করে, থালা-বাসন ধুয়ে রাখেন। মায়ের মধ্যে সেই মমত্ব বোধ রয়েছে। আর সাফাইকর্মীরা সারা সমাজের থালা পরিষ্কার করে সমাজকে স্বচ্ছ রাখেন। এই কোভিড পরিস্থিতি দেখিয়ে দিয়েছে, সমাজে যেমন ডাক্তার, নার্সের প্রয়োজন রয়েছে তেমন সাফাইকর্মীদেরও প্রয়োজন রয়েছে।

আজ যদি সাফাইকর্মী না থাকতেন তাহলে করোনাভাইরাস আরও লাখো মানুষের জীবনহানি ঘটাতো। অনুষ্ঠানের শেষে সামনের সারির কোভিড যোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী।তিনি আরও বলেন, স্বচ্ছ ভারত মিশন জনজাগরণ তৈরি করেছে। আগে অনেকেই রাস্তায় থুথু ফেলতেন। এখন সেসব অনেকটাই বন্ধ হয়েছে। মানুষের মধ্যে সচেতনতা বোধ গড়ে উঠছে। এই কাজ ধারাবাহিক ভাবে চালিয়ে যেতে হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?