অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর।। নরেন্দ্র মোদি সরকারের তিন কৃষি আইন বাতিলের দাবিতে মঙ্গলবার গোটা দেশজুড়ে বনধ পালন করেন কৃষকরা। বনধ চলাকালীন মঙ্গলবার বিকেলে হঠাৎই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের বাড়িতে পৌঁছন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। কৃষিমন্ত্রীর বাড়িতে দীর্ঘ সময় কাটান মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে, কৃষকদের সমস্যা নিয়েই কৃষিমন্ত্রী এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। তবে উভয় পক্ষই তাঁদের এই আলোচনার ব্যাপারে মুখ খোলেনি। কোন বিষয় নিয়ে খাট্টার এদিন তোমারের সঙ্গে কথা বললেন তাও তিনি জানাননি। তবে হঠাৎ করেই খাট্টারের দিল্লি আসার পিছনে বিশেষ কারণ আছে বলেই মনে করা হচ্ছে।
প্রতিবাদী কৃষকরা হরিয়ানা-দিল্লি সীমান্তের বেশ কয়েকটি রাস্তা অবরোধ করে রেখেছেন। প্রথমদিকে কৃষকদের এই আন্দোলন ঠেকাতে হরিয়ানা সরকার একাধিক ব্যবস্থা নিয়েছিল। যদিও ওই ধরনের দমনমূলক ব্যবস্থা নেওয়ার কারণে রাজ্য সরকার চরম সমালোচনার মুখে পড়ে। কৃষকদের উপর দমনপীড়ন চালানোর জন্য দুই নির্দল বিধায়ক হরিয়ানার বিজেপি নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে। আর এক শরিক জেজেপিও সরকারের ওপর থেকে সমর্থন তোলার হুমকি দিয়েছে।
রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা জেজেপি নেতা ডি চৌতলা ও পদত্যাগ করার হুমকি দিয়েছেন। তারপরই খাট্টার সরকার কৃষক আন্দোলন প্রতিরোধ করার রাস্তা থেকে সরে আসে। এরই মধ্যে বুধবার ফের কৃষক সংগঠনগুলির সঙ্গে এক দফা আলোচনায় বসতে চলেছে কেন্দ্র। এই মুহূর্তে গোটা দেশের নজর রয়েছে ওই আলোচনায় দিকে। এদিন পঞ্জাব থেকে আরও ২০০ টি ট্রাক বোঝাই করে কৃষকরা দিল্লি-হরিয়ানা সীমান্তে এসে পৌঁছন। ওই কৃষকরাও প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন।