লাঠি হাতে ধর্মঘট করাচ্ছেন, মহিলা কংগ্রেস সমর্থকের দাপটের ছবি ভাইরাল

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ ডিসেম্বর।। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতায় দেশ জুড়ে চলতে থাকা সাধারণ ধর্মঘটের বিরাট প্রভাব পড়ল বিজেপি ও আইপিএফটি শাসিত ত্রিপুরায়। বনধের সমর্থনে প্রধান বিরোধী দল সিপিআইএম আগেই রাস্তায় নেমেছে। ধর্মঘটের জেরে রাজধানী আগরতলায় মিশ্র সাড়া দেখা গিয়েছে। রাজ্যের অন্যত্র বিরাট প্রভাব পড়েছে বলেই খবর।

যদিও বিজেপির দাবি, এই কৃষি আইন আসলে কৃষকদের ভালোর জন্য। সিপিআইএমের কৃষক শাখা সারা ভারত কৃষকসভার নেতৃত্বে শতাধিক কৃষক সংগঠনের প্রায় ১২ লক্ষ সমর্থক দিল্লি ঘেরাও করেছেন। এই ধর্মঘটকে সমর্থন করেছে কংগ্রেস সহ বিভিন্ন দল ও সংগঠন। আগরতলায় কংগ্রেস নেতা কর্মীরা ধর্মঘটের পক্ষে নেমে মিছিল ও অবরোধ করেন।

প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এক মহিলা কংগ্রেস সমর্থকের দাপটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি লাঠি হাতে ধর্মঘট করাচ্ছেন। পুলিশ কার্যত নিরুপায়। কংগ্রেসের এই দাপট দীর্ঘসময় রাজ্যে দেখা যায়নি। টানা ২৫ বছর বাম শাসনে রাজ্যে প্রধান বিরোধী ছিল কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের একটি গোষ্ঠী ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগ দেন দাপুটে নেতা সুদীপ রায় বর্মণ।

সেই মুহূর্তে কংগ্রেস বিরোধী দলের মর্যাদা হারান। পরে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তৃণমূল কংগ্রেস রাজ্য থেকে মুছে যায়। সেই নির্বাচনে টানা দু দশকের বাম শাসন শেষ হয়। মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যান মানিক সরকার। আর নতুন মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?