সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ তাঁদের পদেই বহাল থাকতে পারেন

অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। আগামী ৯ ডিসেম্বরের পরেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ তাঁদের পদেই বহাল থাকতে পারেন। সেই সম্ভাবনাই ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। জানা গেছে, সুপ্রিম কোর্ট ৯ ডিসেম্বর এমন মামলাগুলির শুনানি করবে সেগুলির নিষ্পত্তি হাইকোর্টে করা যেতে পারে।

এর আগে দাবি করা হয়েছিল যে, ৯ ডিসেম্বর বিসিসিআইয়ে সৌরভ ও জয় শাহর কার্যকালের মেয়াদ নিয়ে রায় দিতে পারে সুপ্রিম কোর্ট জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন বনাম জেলা ক্রিকেট ফোরাম কুলগাম, জম্মু ও কাশ্মীরের এক পিটিশনের শুনানি করতে গিয়ে বিচারপতি নাগেশ্বর রাও ও বিচারপতি হেমন্ত গুপ্তার বেঞ্চ এই মামলা সূচিবদ্ধ করার নির্দেশ দিয়েছেন।

এই মামলায় আদালত বান্ধব তথা প্রবীণ আইনজীবী পিএস নরসিমা ইঙ্গিত দিয়েছেন যে, রায় জানানোর আগে একের বেশি মামলার শুনানি হবে। তিনি বলেছেন, ৯ ডিসেম্বর এর একটা অংশের শুনানি শেষ হবে এবং কিছু সময় পরে চূড়ান্ত পর্বের শুনানি হবে। তিনি আরও বলেছেন, ৯ ডিসেম্বর হাইকোর্টে নিষ্পত্তি হতে পারে এমনই ইস্যুগুলি শুনানি হবে, যেগুলি আন্তঃরাজ্য  ক্রিকেটে অ্যাসোসিয়েশনগুলি সংক্রান্ত।

নরসিমা আরও বলেছেন, বিসিসিআই সংস্কার সংক্রান্ত বিষয়ে দায়ের করা হয়েছে এবং যেগুলি হাইকোর্টে নিষ্পত্তি হতে পারে, সেগুলির মধ্যে কয়েকটি মামলার ৯ ডিসেম্বর শুনানি হবে। বেশ কয়েকটি রাজ্য ক্রিকেট সংস্থা ও ব্যক্তি এই মামলাগুলিতে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন দায়ের করেছেন, যেগুলির একসঙ্গে শুনানি হচ্ছে।

বিসিসিআই কিছু গুরুত্বপূর্ণ সংস্কার চেয়েছে, তা সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটি সুপারিশ করেছিল এবং এবং যা ঊচ্চ আদালত দ্বারা অনুমোদিত। এই সংস্কারগুলির মধ্যে রয়েছে বোর্ডের পদাধিকারীদের তিন বছরের বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ড।

বোর্ড বা রাজ্য আসোসিয়েশনে বা দুটিকে মিলিয়ে পরপর ছয় পদে থাকলে তিন বছরের কুলিং অফে যেতে হবে। বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে সৌরভের কার্যকালের মেয়াদ ২০২০-র জুলাইতেই শেষ হয়ে গিয়েছে। কার্যকালের মেয়াদ বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েচছে। সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত পদে বহাল রয়েছেন সৌরভ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?