সরকারকে প্রতি ডোজ টিকা ২৫০ টাকা দামে বিক্রি করবে সেরামের

অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর।। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই বাজারে চলে আসবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি করোনার টিকা কোভিশিল্ড। এই টিকার প্রতি ডোজের দাম কত হবে তা নিয়ে বিভিন্ন মহলে কৌতুহল রয়েছে। গত মাসে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, টিকার দু’টি  ডোজের দাম পড়বে হাজার টাকার মত। কিন্তু মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সরকারকে প্রতি ডোজ টিকা ২৫০ টাকা দামে বিক্রি করবে। সেরামের এই ঘোষণায় যথেষ্ট স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। এদিন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বেসরকারি সংস্থার কাছে তারা টিকার দু’টি ডোজের জন্য হাজার টাকা দাম নেবে।

কিন্তু সাধারণ মানুষের কথা মাথায় রেখে সরকারকে তারা প্রতি ডোজ টিকা ২৫০ টাকা হিসেবেই সরবরাহ করবে। অর্থাৎ একজন মানুষকে দু’টি ডোজ টিকা দিতে সরকারের খরচ হবে মাত্র ৫০০ টাকা। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সূত্র মেনে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করেছে সেরাম। এই মুহূর্তে দেশে তৃতীয় পর্বের পরীক্ষা চলছে। ২৪ ঘণ্টা আগেই সংস্থার সিইও আদর পুনাওয়ালা সংস্থার তৈরি টিকা জরুরিভিত্তিতে প্রয়োগের জন্য ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়ার কাছে আবেদন জানিয়েছেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেরামের গবেষণাগারে গিয়ে টিকা তৈরির বিষয়টি নিজের চোখে দেখে এসেছেন। মাত্র কয়েকদিন আগে সেরামের তৈরি টিকা নিয়ে এক স্বেচ্ছাসেবক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর আসে। ওই ঘটনার পর সেরামের টিকার পরীক্ষা চালান হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখে ড্রাগ কন্ট্রোলার জানিয়ে দিয়েছে, সেরামের টিকায় কোন ত্রুটি নেই। পরীক্ষার কাজেও কোনওরকম গলদ হয়নি। তাই সেরামের তৈরি টিকার পরীক্ষা বন্ধ করা হবে না। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ডিরেক্টর চিকিৎসক বলরাম ভার্গভ বলেন, সেরামের তৈরি টিকা যথেষ্ট সুরক্ষিত ও নিরাপদ, এটা প্রমাণ হয়েছে।

আমাদের একটি বিশেষজ্ঞ দল পরীক্ষা পর্বের উপরে নজর রাখছে। তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। টিকা নিয়ে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন সে বিষয়টিও এই বিশেষজ্ঞ কমিটির গুরুত্ব দিয়ে দেখবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?