স্টাফ রিপোর্টার, চুরাইবাড়ি, ৭ ডিসেম্বর৷৷ বহি রাজ্যে পাচারকালে ত্রিপুরা অসম সীমান্তে আটক বিপুল পরিমাণ সেগুনের টিম্বার৷ চুরাইবাড়ি ফরেস্ট বিটের রুটিন তল্লাশিতে গাড়িসহ আটক ত্রিশ ফুট টিম্বার৷ উদ্ধারকৃত অবৈধ সেগুন কাঠের টিম্বার ও গাড়ির বাজার মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা৷বর্তমানে গাড়ি ও সেগুনের টিম্বার গুলি পানিসাগর স্থিত জুড়ী ফরেস্ট প্রটেকশন ইউনিটে রাখা হয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের ন্যায় উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তের চুরাইবাড়ি ফরেস্ট বিটের ফরেস্টার গৌতম দাস গতকাল উনার বনদপ্তরের কর্মীদেরকে নিয়ে রাতের পেট্রোলিং এ বের হন৷
রাতের পেট্রোলিং কালে ঙ্ছ১১/৫৩৩৫ নম্বরের সিলভার কালারের একটি মারুতি ওমনি গাড়িকে দেখে সন্দেহ হয়৷ তখন ফরেস্ট পেট্রোলিং এর গাড়ি নিয়ে মারুতি গাড়ির পিছু ধাওয়া করলে অবস্থা বেগতিক দেখে ওমনি গাড়ির চালক চুরাইবাড়ি থানাধীন খাদিমপাড়া সংলগ্ণ এলাকার ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে ওমনি গাড়িটি রেখে পালিয়ে যায়৷ তৎক্ষণাৎ ফরেস্টের বিট পেট্রলিং কর্মীরা ওমনি গাড়ির কাছে এসে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ত্রিশ ফুট অবৈধ ভাবে নিয়ে যাওয়া সেগুন কাঠের টিম্বার জব্দ করে৷
সাথে আটক করা হয় সেগুন কাঠের টিম্বার গুলি নিয়ে যাওয়া মারুতি ওমনি গাড়ি৷তারপর বিপুল পরিমাণ সেগুন কাঠের টিম্বার সহ গাড়িটি চুড়াইবাড়ি ফরেস্ট বিট অফিসে নিয়ে আসেন বিট অফিসার গৌতম দাস৷ বনদপ্তরের সকল প্রসেসিং সেরে গাড়িসহ বিপুল পরিমাণ সেগুন কাঠের টিম্বার গুলি পানিসাগর স্থিত জুড়ীর ফরেস্ট প্রটেকশন ইউনিটে পাঠিয়ে দেন৷ এদিকে চুড়াইবাড়ি ফরেস্টের বিট অফিসার গৌতম দাস জানান,ওমনি গাড়ি দিয়ে রাতের আধারে অবৈধভাবে সেগুন গাছের টিম্বার গুলি পাচারের উদ্দেশ্যে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল৷
রাতের পেট্রোলিং এর সময় খাদিমপাড়া সংলগ্ণ আসাম আগরতলা জাতীয় সড়কের উপর থেকে গাড়িসহ বিপুল পরিমাণ সেগুনের টিম্বার উদ্ধার করে চুরাইবাড়ির বনদপ্তরের কর্মীরা৷বিট অফিসার আরো জানান উদ্ধারকৃত সেগুন কাঠের টিম্বার ও জব্দকৃত ওমনি গাড়ির বাজার মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা৷ পাশাপাশি তিনি আরো জানান,আগামী দিনেও চুরাইবাড়ি বনদপ্তরের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷