অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর।। তিন কৃষি আইন বাতিলের দাবিতে মঙ্গলবার দেশজুড়ে বনধ পালন করেন কৃষকরা। এই বনধের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেন প্রাক্তন শরিক শিরোমণি অকালি দলের প্রধান প্রকাশ সিং বাদলকে। গত মাসেই কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা তথা এনডিএ থেকে সরে এসেছে শিরোমণি অকালি দল।এই শরিক দল এনডিএ থেকে বেরিয়ে যাওয়ার পরেও প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কোনো বাক্কালাপ করেননি। কিন্তু এরই মধ্যে মঙ্গলবার হঠাৎ করে প্রকাশকে ফোন করেন প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবেই এই ফোনটির বিশেষ গুরুত্ব রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন ছিল প্রকাশ সিং বাদলের জন্মদিন।
প্রধানমন্ত্রী প্রথমেই ফোন করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। জন্মদিনের প্রাক্কালে সোমবার রাতে কৃষকদের এই প্রতিবাদ আন্দোলনের নিয়ে মোদিকে কড়া ভাষায় একটি চিঠি লিখেছিলেন এই নবতিপর নেতা। সপ্তাহ খানেক আগেই মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রকাশ নিজের পদ্মবিভূষণ সম্মান ফেরত দিতে চেয়েছেন। একই সঙ্গে নিজের লেখা চিঠিতে মোদিকে অটল বিহারি বাজপেয়ী জমানার কথাও উল্লেখ করেছেন। প্রকাশ সিং বাদলের তীব্র ক্ষোভ চাপা দিতেই মোদি এদিন তাঁকে ফোন করেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুধু জন্মদিনের শুভেচ্ছা নয়, ফোনে মোদি এই প্রবীণ নেতার সঙ্গে কৃষক আন্দোলন নিয়েও কথা বলেছেন বলে মনে করা হচ্ছে।
পঞ্জাবে কৃষকদের এই আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন করছে কংগ্রেস। রাজনৈতিক মহলের ধারণা, তলে তলে এই আন্দোলনকে পিছন মদত দিচ্ছে শিরোমনি অকালি দল। পঞ্জাবের শিখদের উপর এখনও শিরোমণি অকালি দলের বিশেষ প্রভাব আছে। এখনও অকালি দল প্রধান বাদল শিখদের কাছে বিশেষ সম্মান পান প্রধানমন্ত্রী। বাদলকে সে কারণেই মোদি ফোন করেছেন বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী চান, বাদলকে দিয়ে কৃষকদের আন্দোলনের পথ থেকে সরিয়ে আনার একটা চেষ্টা করতে। তবে এদিন ফোনে মোদি ও বাদলের মধ্যে কী কথা হয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রীর অফিস বা বাদলের পরিবার কেউই মুখ খোলেনি।