অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর।। তাঁকে ফের গৃহবন্দি করেছে নরেন্দ্র মোদি সরকারের প্রশাসন। মঙ্গলবার এই অভিযোগ করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। মেহবুবার মেয়ে ইলতিজাও একই কথা জানিয়েছেন। তবে পিডিপি নেত্রীকে গৃহবন্দি করার অভিযোগ অস্বীকার করেছেন কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। মঙ্গলবার মেহবুবা জানান, মধ্য কাশ্মীরের বুদগামে উৎখাত হওয়া বেশ কিছু গুজজর পরিবারের সঙ্গে তিনি দেখা করতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই তাঁর বাড়ির চারপাশে বসে কড়া পুলিশি প্রহরা। এমনকি, তাঁর বাড়ির দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তাঁকে ফের গৃহবন্দি করা হয়েছে। এদিন টুইটারে একটি ভিডিও পোস্ট করেন পিডিপি নেত্রী।
তাতে দেখা যায়, নেত্রীর বাড়ির দরজায় বাইরে থেকে তালা ঝুলছে। বারবার দরজা খোলার আবেদন জানালেও কেউ তাঁর সেই কাতর আবেদনে সাড়া দেয়নি। পিডিপি নেত্রীর অভিযোগ, তাঁকে গৃহবন্দি করার নির্দেশনামা দেখতে চাওয়া হলেও তা দেখানো হয়নি। বারবার দরজা খুলতে বললেও কেউ সাড়া দেয়নি। মেহেবুবা টুইট করেন, বিরোধীদের কণ্ঠরোধ করতে বেআইনিভাবে আটক করা মোদি সরকারের প্রিয় কাজ হয়ে দাঁড়িয়েছে। বুদগামে বহু পরিবারকে উৎখাত করা হয়েছে। আমি ওই সমস্ত পরিবারের সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিলাম। তার আগেই আমাকে গৃহবন্দি করা হল। একই কথা বলেছেন মেহবুবার মেয়ে। ইলতিজা বলেছেন, মা বুদগামে যেতে চেয়েছিলেন। কিন্তু মা যাতে বাড়ির বাইরে যেতে না পারে সেজন্য বাইরে থেকে দরজা আটকে দেওয়া হয়। গোটা বাড়ির আশপাশে ছিল কড়া পুলিশি প্রহরা।
বিজেপি নেতা-নেত্রীরা সম্পূর্ণ নিরাপত্তা নিয়ে যেখানে খুশি যাচ্ছেন। কিন্তু আমার মা নিজের গাড়ি নিয়ে যেতে চাইলেও তাতেও আপত্তি করছে প্রশাসন। উল্টে গৃহবন্দি করে রাখা হচ্ছে। উল্লেখ্য, দীর্ঘ ১৪ মাস গৃহবন্দি থাকার পর ১৩ অক্টোবর মুক্তি পান মেহবুবা। মুক্তির পরেই মেহবুবা কাশ্মীরে ৩৭০ ধারা ফেরাতে সক্রিয় হয়েছেন। সে কারণেই তিনি মোদি সরকারের নেক নজরে পড়েছেন বলে মনে করা হচ্ছে। তবে পিডিপি নেত্রীকে গৃহবন্দি করার অভিযোগ অস্বীকার করেছেন কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। গভর্নরের দাবি, ভিতর থেকেই বাড়িতে তালা দিয়ে রাখা হয়েছে। ভিডিয়োতেও সেটা স্পষ্ট দেখা যাচ্ছে।