অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর।। করোনার চিকিৎসা জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন এখন পুরোপুরিভাবে বাজারে আসেনি। করোনার চিকিৎসায় পরীক্ষামূলকভাবে রেমডেসিভির, ফ্যাভিপিরাভিরের মতো বিভিন্ন ওষুধ কাজে লাগানো হচ্ছে। কিন্তু মার্কিন গবেষকরা জানালেন, অ্যান্টিভাইরাল ওষুধ মলনুপিরাভির ২৪ ঘন্টার মধ্যেই করোনার সংক্রমণ রুখে দিতে পারবে। বর্তমানে ডেক্সামিথাসোনের পর মলনুপিরাভির নিয়ে গোটা বিশ্বে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।সাধারণত মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ওষুধ হিসেবে পরিচিত। এই ওষুধ ভাইরাস প্রতিরোধে কাজ করে। জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির বায়োমেডিকেল সায়েন্সের গবেষকদের দাবি, মলনুপিরাভির ২৪ ঘণ্টার মধ্যেই করোনার সংক্রমণ প্রতিরোধ করতে পারবে।
নেচার মাইক্রোবায়োলজি বিজ্ঞান পত্রিকায় এই গবেষণা রিপোর্টটি প্রকাশ হয়েছে। বিশিষ্ট ভাইরোলজিস্ট রিচার্ড প্লেমপার বলেছেন, মলনুপিরাভির সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সঙ্গে সার্স-কভ-২ভাইরাসের প্রভূত মিল আছে। ইনফ্লুয়েঞ্জার মতোই করোনাও আরএনএ ভাইরাস। যে কোনও আরএনএ ভাইরাল স্ট্রেনকে নিষ্ক্রিয় করতে পারে মলনুপিরাভির। গবেষকরা দাবি করেছেন, তাঁরা পরীক্ষায় দেখেছেন মার্স, সার্স এবং সার্স-কভ-২ এই তিন রকম আরএনএ ভাইরাসের উপরেই এই ওষুধ কার্যকরী।
এই ওষুধ মূলত আরএনএ ভাইরাসের বিভাজন বন্ধ করে দেয়। মলনুপিরাভির শুধু ইঞ্জেকশন হিসেবে নয় ট্যাবলেট হিসেবেও রোগীদের খাওয়ানো যেতে পারে। সঠিক মাত্রায় ডোজ পড়লে ২৪ ঘন্টার মধ্যেই করোনার সংক্রমণ রোধ করতে পারবে এই ওষুধ। চলতি বছরের এপ্রিল মাস থেকে আমেরিকায় এই ওষুধের পরীক্ষা চলছে। জুলাই মাস থেকে ব্রিটেনেও মলনুপিরাভিরের পরীক্ষা শুরু হয়েছে। ভারতেও এই ওষুধ পরীক্ষামূলকভাবে প্রয়োগের জন্য আবেদন জানিয়েছে মার্কিন সংস্থা রিজব্যাক বায়োথেরাপিউটিক্স।