অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর।। সাফল্য নিয়ে বিতর্কের মধ্যেই এবার কোভ্যাকসিনের জরুরিভিত্তিক প্রয়োগের অনুমতি চাইল ভারত বায়োটেক। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই টিকার প্রয়োগের অনুমতি চেয়ে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের দ্বারস্থ হয়েছে তারা।
কোভ্যাকসিনের সাফল্য নিয়ে অবশ্য এর মধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ স্বেচ্ছাসেবক হিসেবে এই টিকা নিয়েছিলেন। কিন্তু তিনিও কোভিড আক্রান্ত হয়েছেন। এ প্রসঙ্গে ভারত বায়োটেকের বক্তব্য, এই ভ্যাকসিন নিতে হবে ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজে।
তবেই এর কার্যকারিতা বোঝা সম্ভব। প্রসঙ্গত, ভারতের কোভ্যাকসিনের এখন তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল চলছে। দেশজুড়ে ২৬ হাজার স্বেচ্ছাসেবকের ওপর তার পরীক্ষামূলক প্রয়োগ হবে। ভারত বায়োটেক ছাড়াও জরুরি ভিত্তিক টিকা প্রয়োগের অনুমতি চেয়েছে সিরাম ইনস্টিটিউটও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়ে এই সংস্থা তৈরি করেছে কোভিশিল্ড ভ্যাকসিন।
বিশ্বজুড়ে হিউম্যান ট্রায়ালে এই টিকার সাফল্যের হার সত্তর শতাংশের বেশি বলে দাবি করছেন গবেষকরা। সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা আগেই জানিয়েছেন যে এই ভ্যাকসিনের দাম ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে থাকবে। উৎপাদন শুরু হলে প্রতি মাসে ১০ কোটি ডোজ তৈরি করতেও তাঁরা সক্ষম বলে জানিয়েছেন তিনি।