আন্দোলনরত কৃষকদের জন্য মেশিনে তৈরি করা হচ্ছে রুটি

অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর।। তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রায় পক্ষকাল হতে চলল আন্দোলন করছেন কৃষকরা। আন্দোলনকারী কৃষকরা সরকারের দেওয়া জলটুকুও পান করছেন না। কৃষকরা জানিয়েছিলেন, তাঁরা সঙ্গে করে যে পরিমাণ খাবারদাবার এনেছেন তাতে ছয় মাস চলে যাবে। কৃষি আইন নিয়ে যদি সমস্যার সমাধান না হয় তবে আগামী ছয় মাস তাঁরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যেতে পারবেন। এরই মধ্যে জানা গেল আন্দোলনরত কৃষকরা খাবার তৈরির জন্য সঙ্গে করে নিয়ে এসেছেন রুটি তৈরির মেশিন। এই মেশিনে ঘন্টায় ২০০০ রুটি তৈরি করা যায়। দিল্লি-হরিয়ানা সীমান্তের সিংঘু ও টিকরি অঞ্চলে দু’টি মেশিন বসানো হয়েছে। সাধারণত এ ধরনের মেশিন বিভিন্ন গুরুদ্বারে থাকে।

অমৃতসরের স্বর্ণমন্দিরেও এই মেশিন আছে। কারণ সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ খেয়ে থাকেন। দিল্লি গুরুদোয়ারা কমিটি জানিয়েছে, কৃষকদের জন্য যে মেশিনটি বসানো হয়েছে তাতে এক ঘন্টায় ২০০০ রুটি তৈরি করা যায়। যেভাবে লাখ লাখ কৃষক অবস্থান-বিক্ষোভ করছেন তাঁদের খাবার সরবরাহ করতে হলে এ ধরনের মেশিন ছাড়া বিকল্প কোনও পথ নেই। আন্দোলনরত কৃষকরা প্রথমদিকে অনেকেই স্টোভে রান্না করছিলেন। কৃষকদের সাহায্যে এগিয়ে আসে খালসা অ্যান্ড ফাউন্ডেশন। এই সংস্থাই কৃষকদের জন্য চা, জলখাবার এমনকি, জলের ব্যবস্থাও করেছে। মহিলাদের জন্য তৈরি করেছে ২০টি মোবাইল টয়লেট।

তবে এই কৃষক আন্দোলনকে শুধু দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সমর্থন করছে তা নয়। এবার মার্কিন কংগ্রেসের সদস্যরাও এই আন্দোলনের পক্ষে মুখ খুলেছেন। মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে মোদি সরকারের কাছে এক আবেদনে বলা হয়েছে, কৃষকরা যদি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখান তাহলে তাদের সেই কর্মসূচিতে যেন বাধা দেওয়া না হয়। এর আগে কানাডার প্রধানমন্ত্রীও একই কথা বলেছিলেন। উল্লেখ্য তিন কৃষি আইন বাতিলের দাবিতে মঙ্গলবার দেশজুড়ে বনধের ডাক দিয়েছিলেন আন্দোলনরত কৃষকরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?