অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর।। এবার কৃষক আন্দোলনের সমর্থনে অনশনে বসার সিদ্ধান্ত নিলেন সমাজকর্মী আন্না হাজারে। মঙ্গলবার থেকে একদিনের অনশন শুরু করেছেন আন্না। উল্লেখ্য, এদিনই কৃষকদের ডাকে ভারত বনধ পালিত হয়েছে। নিজের এই প্রতিবাদ প্রসঙ্গে আন্না জানিয়েছেন, ‘দিল্লির আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়া উচিত। সরকারের উপর চাপ দেওয়া উচিত।
যাতে সরকার কৃষকদের কথা শুনতে বাধ্য হয়। নিজেদের অধিকার বুঝে নিতে কৃষকদের আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে, আন্দোলন হবে অহিংস। সরকারের উচিত কৃষকদের দাবি না। আইন ভালো হলে, কৃষকরা এভাবে পথে নেমে প্রতিবাদ করত না।’ এদিন মহারাষ্ট্রে আহমেদনগরের রালেগম সিদ্ধি গ্রামে অনশনে বসেন আন্না।