কোভিড কেয়ার সেন্টারে বিয়ের আসর, পিপিই কিট পরেই মালাবদল ও সিঁদুরদান

অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। বেশ কয়েক মাস আগেই বিয়ের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছিল। পাত্র ও পাত্রী উভয়পক্ষের বাড়িতেই বিয়ের চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ। এ সময় হঠাৎই পাত্রী করোনা আক্রান্ত হয়ে পড়েন। স্বাভাবিকভাবেই কথা ওঠে বিয়ে পিছিয়ে দেওয়ার।

কিন্তু পাত্র বা পাত্রী কেউই ওই প্রস্তাবে সম্মত হননি। শেষ পর্যন্ত একটি কোভিড কেয়ার সেন্টারে বসল বিয়ের আসর পাত্র। পাত্র ও পাত্রী উভয়ই পিপিই কিট পড়ে হাজির হলেন বিয়ের আসরে। পিপিই কিট পরেই হল মালাবদল ও সিঁদুরদান।

এই ঘটনাটি ঘটেছে রাজস্থানে। এই বিয়ের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা অনেকেই পাত্র-পাত্রীর স্বাস্থ্য সচেতনতার বিষয়টিকে প্রশংসা করেছেন। অনেকেই আবার সমালোচনা করে বলেছেন, এত তাড়াহুড়ো কিসের।

রবিবার সন্ধ্যায় রাজস্থানের বড়ার কেলওয়ারা কোভিড সেন্টারে এই বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়। ওই বিয়ের অনুষ্ঠানে পাত্র-পাত্রী ছাড়া হাতেগোনা কয়েকজন মাত্র আত্মীয় উপস্থিত ছিলেন। তাঁদের প্রত্যেকের গায়ে ছিল পিপিই কিট।

প্রশাসনের কর্তাদের সতর্ক নজরদারির মধ্যেই সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় বিয়ের আসর। পিপিই কিট পরলেও বরের মাথায় যথারীতি পাগড়ি ছিল। ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই নবদম্পতি যথেষ্ট সতর্কতার সঙ্গে সামাজিক দূরত্ববিধি বজায় রেখে বিয়ের কাজ সারেন। উভয়েই হাতে পড়েছিলেন গ্লাভস এবং মুখে মাস্ক। আত্মীয়দের সকলকেও একইভাবে মাস্ক, গ্লাভস ও পিপিই কিট পরিহিত অবস্থায় দেখা গিয়েছে।

ওবিয়ের এই ভিডিয়ো ইতিমধ্যেই নেটিজেনদের কাছে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। যেভাবে স্বাস্থ্যবিধি মেনে হবু দম্পতি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন তাতে অনেকেই তাঁদের প্রশংসা করেছেন। তবে কেউ কেউ সমালোচনা করে বলেছেন, এত তাড়াহুড়ো কিসের। কোয়ারেন্টাইন পর্ব মিটে গেলেই তো বিয়ে করা যেত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?