স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ ডিসেম্বর।। দিন দুপুরে রাজধানী শঙ্কর চৌমনী এলাকায় নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে আটক দুই চোর। ধৃত দুই চোরকে উত্তম-মধ্যম দিয়ে রাম নগর ফাঁড়ি থানার পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায় সংকর চৌমনী সংহতি ক্লাব সংলগ্ন এলাকায় ধৃত দুই চোর এইদিন নির্মাণ সামগ্রী চুরি করতে যায়।
তখনই এলাকাবাসিরা তাদের আটক করে। সাথে সাথে খবর দেওয়া হয় রামনগর ফাঁড়ি থানার পুলিশ। পরে ধৃত দুই চোরকে উত্তম মধ্যম দিয়ে এলাকাবাসিরা পুলিশের হাতে তুলে দেয়। রামনগর ফাঁড়ি থানার ওসি জানান ধৃত দুই চোরের নাম দীপ ভট্টাচার্য ও প্রসেনজিৎ সিংহ রায়। তাদের বাড়ি রাজধানী জয়নগর এলাকায়। ধৃতদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।